আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গ : উৎপল শুভ্রর ক্রিকেট জ্ঞান

(¯`·._ Welcome to last blog _.·´¯)

আজ প্রথম আলোতে উৎপল শুভ্রর একটি লেখা আছে তাঁরা চারজন নামে। ওই লেখায় তিনি পাকিস্তানের বিরুদ্ধে শেওয়াগের ত্রিপল সেঞ্চুরিটির বিষয়ে লিখেছেন " ভারতের পক্ষে টেস্টে প্রথম ট্রিপল সেঞ্চুরিও ছিল এটি। এমন একটা উপলক্ষ স্মরণীয় করে না রাখার লোকই নন শেবাগ! ট্রিপল সেঞ্চুরিতে পা রেখেছিলেন তাই শোয়েব আখতারকে ছক্কা মেরে।" আমি ইউটিউবের একটি ভিডিও দিলাম সেই ইনিংসের। দেখেন তো বোলাটি শোয়েব আকতার ছিলেন কি না ? ছক্কা মেরে ঠিকই ত্রিপল সেঞ্চুরি করেছিলেন শেওয়াগ। কিন্তু কার বলে ? উৎপল শুভ্রর ক্রিকেট জ্ঞান ভাল। তার কাছ থেকে এই ধরনের ভুল আশা করা যায় না। http://www.youtube.com/watch?v=_wLDlmCwIlI

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।