আমাদের কথা খুঁজে নিন

   

আত্মসমর্পন

হাতছানি দেয় দূরে কেউ আমারে

আমরা আর কত আত্মসমর্পন করবো। েনতার কাছে- প্রতিবারই তারা ভোট চাইতে আসে নানা মিথ্যা কথা বলে, বাহানা বানায় -আমরা জানি তারা খারাপ কিন্তু উপায় নেই তাই তাদের কাছে আত্মসমর্পন করি। বউয়ের কাছে- সংসারের সব রকম জিনিস পত্র ক্রয় কর, সঙসার চালাও, সন্তানদের পড়ালেখা সব মেইনটেইন করতে হয়। রাতে ঘরে ফিরে বউ রেগে থাকে তার সংসারের প্রয়োজনীয় জিনিস আনা হয় নি, কিংবা তাকে সিনেমায় নিয়ে যাওয়া হয়নি, তখন অবুঝ শিশুর মত তার আত্মসমর্পন করে সরি বলি। বোস এর কাছে- সকাল থেকে রাত অবদি কাজ করেও বোস এর মন পাওয়া যায় না, এক গাদি কারনে কিংবা অকারনে বকা দেয়-তখন মনে হয় সব কিছু ছেড়ে চলে যায়, পরে দায়ভারের কথা ভেবে হাজার কষ্ট বুকে নিয়ে আত্মসমর্পন করি।

সন্তানের কাছে- যে সন্তানকে আমি ছোট থেকে মানুষমান করলাম। সে বড় হয়ে আমাকে চিনতেই পারে না। ওরে তোর অসুখে কত রাত যে জেগেছি! একথাটি মনের অজানতে বেরিয়ে আসে! ছেলে বড় হয়ে চাকরি করে এবং বিয়ে করে আগে আলাদা হয়ে যায়। তারপরও আমার টাকাপয়সা তার বিপদে সাহায্য করি। আত্মসমর্পন করি তার বড়াই এর কাছে।

আর কত? আমরা কি চিৎকার দিতে পারি না! এই খারাপ নেতাদের ভোট দেব না। সন্তানদের দাবী শেষ বয়সে মানবো না আর আত্মসমর্পন করবো না, কখনো কারো কাছে!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.