আমাদের কথা খুঁজে নিন

   

রাত্রী কন্যা



তুমি রাত্রী কন্যা রাতের অন্ধকারেই তোমার জীবন প্রতিদিন বিক্রি হও তুমি হয় বিক্রি তোমার ক্রন্দন তবুও তুমি রাত্রী কন্যা তোমার জন্যে যাদের আনাগোনা রাতে তারা বড় চেনা, দিনে অচেনা সমাজে ওদের বড়ই সম্মান,ওখানে যেতে মানা যেওনা ওখানে,ওখানে তোমায় কেউ চেনেনা,কেঊ জানেনা। মনে পড়ে কি তোমার বাবার কথা যে শিখিয়েছিল প্রথম তোমায় শিক্ষা,সংস্কৃতি ও প্রথা বাবা নিয়ে যেত তোমার হাত ধরে স্কুলে যেখানে বটতলায় তুমি রবীন্দ্র সংগীত গাইতে হ্বদয় খুলে বাবার সপ্ন ছিল তুমি ডাক্তার হবে এ কথা ভেবে কি তোমার মন খারাপ হবে। আজ তুমি বাস্তবতার কন্যা,তুমি রাত্রী কন্যা আচ্ছা সাজতে তোমার কেমন লাগে? জানি--লাগেনা খারাপ কারন ঐ যুবকের ছবি হ্বদয়ে ভাসে। মনে হয় সেজে নববধূ-ওর কাছে যাচ্ছো তাই ক্ষনে ক্ষনে আয়নার সামনে দঁাড়াচ্ছো তুমি কি দেখেছ,এ সমাজ তোমার নয় যে সমাজের কেউ তোমার সাথে দুটো ভাল কথা না কয় কেউ তো বলেনি ও সমাজের কেঁদোনা তুমি আর কেঁদোনা আমি জানি ওরা জানেনা তোমার বেদনা। প্রতি রাতেই হয় তোমার মৃত্যু, হয় সব ইচ্ছা চূর্ন তুমি এভাবেই চলে যাবে,এভাবেই রবে তোমার আশা অপূর্ন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।