আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগীয় উপলব্ধি......

ক্লিন'স অল্টারনেটিভ ওয়ার্ল্ড

ব্লগ সম্বন্ধে আগে আমার উচ্চ ধারণা ছিলো। এখানে আসার পর সে ধারণা ধুলিস্যাৎ হয়েছে। এখন আমি মনে করি- ব্লগ হচ্ছে এমন লেখা যেখানে যা খুশি লেখা যায়। চাই সেটা যতই অরুচিকর হোক। এখানে এসে আমার এই উপলব্ধি হয়েছে।

শিক্ষিত মানুষ কতটা জঘন্য মানসিকতা ধারণ করতে পারে এবং তা আবার প্রচারও করতে পারে তা এখানে না আসলে বুঝতাম না। আমি লিখি কম। তবে অনেকের লেখা পড়ি। সম্পূর্ণ চিত্রটা বাংলাদেশের মতোই। অল্প কিছু মানুষের জন্য পুরো ব্লগটাই কদর্য হয়ে গেছে।

আগে তো বেশ আহত হতাম। এখন দেখতে দেখতে সয়ে যাচ্ছে। ব্লগে মুক্তবুদ্ধির চর্চার বদলে কদর্যতার চর্চা হচ্ছে। যা কিছু সাধারণে অপ্রকাশ্য তার জায়গা হয়েছে ব্লগ সাইটগুলো। পারষ্পরিক শ্রদ্ধাবোধ রেখেও যে আলোচনা-সমালোচনা চালানো যায় তার বোধ নেই অনেকের মধ্যেই।

একদল আরেকদলকে ছাগল আর কুকুরের বাইরে ভাবতে পারে না । ব্লগে বেশ কয়েকজন আছে যারা তাদের প্রফাইলে ঘোষণা দিয়ে যুদ্ধ চালাচ্ছে। গালির যুদ্ধ, যু্ক্তির যুদ্ধ নয়। আস্তিকতা- নাস্তিকতার দ্বন্দ্বটাও ভয়ানক শ্রীহীন। এধরনের লেখায় ভুলেও ক্লিক করি না।

আমি ভীষন রকম আস্তিক। কিন্তু কেউ যদি নাস্তিকতায় আস্থা রাখতে চায় আমার আপত্তি নেই। আমি এ বিষয়ে কারো পরামর্শ বা যুক্তির ধার ধারি না। কেবল জানি, যা আমার বিশ্বাস, সেটা কেবল আমার। এটা আমার জীবন।

আমিই এর সিদ্ধান্ত নেব। এ বিষয়ে আমি কারো অভিমত পড়তে চাই না। যদি নাস্তিক হতাম- তাহলেও এমনই ভাবতাম। জীবনে অনেক কিছু অর্জন করার আছে, ভাবনার আছে। আস্তিকতা - নাস্তিকতায় আমার চিন্তার কিয়দংশ আমি ব্যয় করতে চাই না।

আরো অনেক প্রোডাকটিভ ভাবনায় আমার সময় দেয়ার আছে। জানি না, কতদিন ব্লগ লিখব। একসময় হয়তো সময়ই আর পারমিট করবে না। তবে এখানে এসে মানুষের যে কদর্য রূপ দেখছি তাতে হতাশার কালো পর্দাটা আরেকটু জমাট হয়েছে বইকি। ভালো কিছু পাই নি, এমন নয়।

যারা ভালো লিখেন, ভালো কিছু শেয়ার করেন- তাদের কারণেই এখানে ফিরে আসি। তাদের জন্য শুভ কামনা। আর যারা সংঘর্ষে বিকৃত আনন্দ নিচ্ছেন, তাদের জন্য সম্প্রীতির প্রার্থনা। ক্লিন,


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.