আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগীয় রোমান্স কেমিস্ট্রি!

আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!

"দূর থেকে হাটা শুরু করলো এক যুবক, কাধে তার ব্যাগ! যাত্রা করেছে তার গন্তব্যে। ছেলেটির জন্য কেউ পথ চেয়ে নেই। মা বাবা গত হলো কিছু আগে, সঙ্গী সাথী খেলার বন্ধু সব যে যার কাজে চলে গেছে গোপনে। আজকে তারও যাত্রা।

সমস্যা একটাই, ছেলেটার মন খারাপ দুঃখ এটাই এই নিঃসঙ্গ স্তব্ধতাই তার সবচেয়ে প্রিয় সাথী। তাই বলে সে মানুষ না হয়ে বৃক্ষ হয়ে কেনো জন্মালো না?..." এরকম ভাবালু টাইপ লেখা লেখে চলে কত না ব্লগার। কিছু কিছু ভাবনা নাড়া দেয় কিছু বাউন্ডুলে মন অথবা কিছু কিছু শব্দ কড়া নাড়ে কারো মনের লুকোনো অনুভূতির ডেরায়। ব্লগে খুব কম লোকই আমরা একে অপরকে জানি ব্যাক্তিগত ভাবে, কিন্তু সবার সাথে এমনভাবে কথা বলি যেনো কতটাই পরিচিত সবাই। এভাবেই কারো উদাস মনে কথা বলতে গিয়ে পরিচিত হই একটি নিকের সাথে।

তারপর চলতে থাকে তারপর অপরাপর পোস্টে ভাবের বিনিময় জানায় হয় তার কিসে ভালো লাগে কিসে লাগে না। ব্লগ চ্যাট থেকে ইয়াহু অথবা ফেসবুক। তারপর ফোন নম্বর দেয়া নেয়া, কোনো ব্লগআড্ডায় দেখা হওয়া। না এগুলো আমার জীবন নয়, এতটা স্মুথ নয় আমার জন্য সবকিছু। কিন্তু দিন যত চায় নতুন সব ব্লগার আসে।

আমি দেখি তাদের ইন্টারেকশন। ব্লগাড্ডায় কথা বলা, অথবা কোনো পোস্টে খুজে পাওয়া। এভাবে গড়ে কতনা সম্পর্ক। যখন দেখা যায় দুজনার মনের মাঝে এক অনন্য তরঙ্গের মিল, তখন সৃস্টি চলে অনুনাদের, একটা নতুন সম্পর্কের অনুনাদ। ব্লগীয় এসব সম্পর্ক সমাজে একটু নতুন, তবে একটু নিখাদ মনে হয়।

কারন যখন একজন ব্লগার খুব মনোযোগ দিয়ে আরেকজন ব্লগারের পোস্ট বা মন্তব্য সমূহ পড়ে তখন তার মনের ছবিটা খুব স হজেই ফুটে ওঠে। ব্লগ নিক দেখলে আসলে বোঝার উপায় নেই লিঙ্গের ধরন তবে মন্তব্য প্রতি মন্তব্যতে এটা খুব ভালো ভাবে ফুটে ওঠে। সম্পর্ক তাই অনেকটা যুক্তির চড়াই উৎরাই পেরিয়ে একটা ফলাফলের দিকে ধাবিত হতে পারে বৈকি। এটা এমন না যে প্রেমিক প্রেমিকা টাইপ সম্পর্ক, এটা হতে পারে সুন্দর বন্ধুত্বের, সুন্দর ভ্রাতৃত্বের অথবা এমনো হতে পারে জ্ঞানীর সাথে একজন ছাত্রের। ব্লগটাকে মাঝে মাঝে একটা চলমান সিনেমা মনে হলেও খুব বেশী দিন ধরে আছি বলেই এখন এটাকে জীবনের একটা প্রতিচ্ছবি বলেই মনে হয়।

মানুষের জীবনের সাথে একটা অনন্য ইন্টারফেস গড়ে তুলেছে এই তথ্য প্রযুক্তি। কত মানুষের সমারোহ সারা টা পৃথিবী থেকে এই এক জায়গায়। হোক না এমন সম্পর্ক তৈরী, কিছু সম্পর্ক ভাংবেই, সম্পর্ক ভাংবে বলে মানুষ সম্পর্ক করবে না এমন পাগলাটে কথা কেউ শুনেনি, শুনতেও চাই না। নতুনেরা এসে বুড়োদের সামনে এক অনন্য পৃথিবী গড়ার স্বপ্ন দেখাবে এর চেয়ে বড় প্রশান্তি আর কি হতে পারে! তাই গালাগালি বন্ধ করি, যখন দেখবো যুক্তির পথ মানছে না, তখন তার পোস্টে গিয়ে সেই সম্পর্কিত দলিল পোস্টিয়ে আসি। তাহলে এর পর যারা ওখানে কমেন্ট করবেন তারা ঐ বীভৎস শব্দ না দেখে প্রামান্য দলিল দেখলে সবাই মিলে যুক্তির ভাষায় অন্যায়কে প্রতিবাদ করবে।

আরো নিখাদ ব্লগীয় কেমিস্ট্রি দেখার ইচ্ছা্য................ LIVE LIFE AND EXPRESS YOUR MIND


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.