আমাদের কথা খুঁজে নিন

   

আমার ব্লগীয় অভিজ্ঞতা

এক অসাম্প্রদায়িক উজ্জল বাংলাদেশের স্বপ্ন দেখি পিসি নিয়ে ছিলাম বছর পাচেক হল। অবস্য ছোটবেলা থেকেই পিসির প্রতি আমার আগ্রহ অসীম। কিন্তু থ্রি ইডিয়টসের খাতায় নাম লেখাতে পারিনি দূঃর্ভাগ্যজনকভাবে। বাবা মায়ের ইচ্ছাতলে নিজেকে সমর্পন করে এবং অবশেষে নিজের ব্যার্থতাবলে হয়ে উঠি কম্পিউটারের জগত থেকে হাজার ক্রোশ দূরের কেউ। তবুও কম্পিউটার জগত থেকে একেবারে দূরে থাকতে পারিনা।

সেই সাথে বাড়িতে অনেক অনেক গল্পের বই থাকার দরুন ঝানু পাঠক হয়ে গিয়েছিলাম। ঝানু পাঠক মাত্রেই আনকোরা লেখক, বুঝতেই পারছেন! মানে আর কী, মাথায় হাজার হাজার শব্দ হজম করতে না পেরে তার নির্যাশ কিছুটা অপটু হাতে উগ্রে দিতে চায় যারা তারাই আনকোরা পাঠক! যাহোক, লম্বা ইতিহাস থেকে আপনাদের মুক্তি দেই, ২০০৯ সালের কোন এক শুভ সকালে আবিস্কার করলাম, অন্তর্জালে এমন কিছু বাংলা ওয়েবপেইজ আছে যেখানে কিনা সম্পাদকের ভ্রু কুচকানি, আর সহলেখকদের লম্বা সিরিয়াল সহ্য করতে হয়না! আমি তো মনে হল, মেঘ না চাইতেই বৃস্টি পেয়ে গেলাম। শুরু করে দিলাম নাওয়া খাওয়া ভুলে লেখা। আমার সে কী উত্তেজনা! কালো কালো অক্ষরগুলি নিমেষে আমার পরম সম্পদ হয়ে উঠতে লাগল। লেখার ফিডব্যাক পেয়ে সারা ক্ষন পিসির সামনে থেকে নড়তাম না।

পরীক্ষা চলে এলে পরীক্ষাকে মনে হত জলজ্যান্ত ভিলেন। সব ভাবনা আর চিন্তা ভাষা পেতে লাগল ব্লগের পাতায় পাতায়। সেই সাথে কিছু প্রিয় ব্লগ বা লেখার সংগ্রহে (প্রিয়তে) সাজিয়ে তুললাম নিজের প্রোফাইল। খুব ই আত্মবিশ্বাসের সাথে বলতে পারি, আমার ব্লগের সংগ্রহে আছে অনেক বিরল এবং সমৃদ্ধ লেখা যা আপনাদের যে কারো কাজে লাগতে পারে। আমি ব্লগ থেকে এ্যত বিষয় সম্পর্কে জেনেছি, শিখেছি যা এ্যতটুকু পরিসরে বর্ননা করা সম্ভব নয় ।

আমি যতগুলো ব্লগের সদস্য সত্যি ই সেসকল ব্লগের উদ্যোক্তা এবং অ্যাডমিনের প্রতি কৃতজ্ঞ। অন্তর্জাল এবং প্রযুক্তিময় বিশ্বায়নের এই যুগে বাংলা ভাষাকে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে তাদের অবদানকে কোনভাবে অস্বীকার করা যাবেনা । তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্লগ থেকে আমার অভিজ্ঞতা এবং অর্জন এখানেই শেষ নয়। নিজেকে এখন অনেক বেশি মূল্যবান মনে হচ্ছে, যখন দেশে চলমান বিপ্লবের অংশ হিসেবে নিজেকে দেখি।

এই মূল্যবোধ ও সচেতনতা উন্নয়নের একজন সৈনিক মনে করি নিজেকে। যখন ব্লগিং শুরু করি এবং সারাদিন পরে থাকতাম ব্লগে, অনেকেই আমাকে বকত, অবহেলা করত, বুঝতেই পারতনা বিষয়টি। তবে আমার মনে হয় এখন কিছুটা হলেও বুঝতে পেরেছেন তারা একজন ব্লগার কী পারেন! সাম্প্রতিক সময়ে আরো বেশি অবাক হয়েছি যখন বিভিন্ন জনপ্রিয় অনলাইন মার্কেটগুলোতে পেশাজীবী হিসেবে ব্লগারদের আবশ্যকতা দেখছি। আমি সত্যিই আজ ব্লগার হিসেবে আনন্দিত এবং উচ্ছসিত। নিজের ব্লগার পরিচয়টা এ্যতদিনে পূর্ন মর্যাদা পেল।

সকল ব্লগারকে আরো আরো ইতিবাচক ব্লগিং করার আহবান করছি । শুভ ব্লগিং। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.