আমাদের কথা খুঁজে নিন

   

যেতে যেতে একেলা পথে নিভেছে মোর বাতি......... (ছবি ব্লগ)

^^^^^^^^^

উপরের ছবিটা দোহা কর্নিস থেকে তোলা। টাওয়ারটার নাম প্রিজম টাওয়ার, সূর্যোদয়-সূর্যাস্তের সময় অদ্ভুত সুন্দর আলোর রিফ্লেক্সন হয়। একটা ছবিকে ফটোমেটিক্স এ টোনমেপিং করে এইচ ডি আর করেছি। ওয়েস্ট বে, দোহা। গাড়িতে যেতে যেতে তোলা। আলো ঝলমলে বিল্ডিং গুলো দেখতে ভালোই লাগে....... ছবিগুলো অবশ্যই পোস্টপ্রসেসড....... রাতের ছবি তুলতে ভালোলাগে বেশি..... আমার ফুফাত ভাই কে ধন্যবাদ যে আমাকে এসব ছবি তুলতে সাহায্য করেছে গাড়ি ড্রাইভ করে। একলা থাকলে অনেক সুন্দর মুহুর্তও মিস করতে হয় গাড়ি থামানোর সুযোগ না থাকলে। তেমনি গত পূর্ণিমার দিন কাতারের জিগজ্যাগ টুইন টাওয়ার এর মাঝখান দিয়ে চাঁদ উঠার দৃশ্য সাথে ক্যামেরা থাকলেও তুলতে পারিনি কারণ ঐ রাস্তায় দাঁড়ানোর মত পরিস্থিতি ছিলনা। ছবিগুলো একই ধরনের হয়ে যাচ্ছে, তাই না? টেনিস দেখতে যাব সিদ্ধান্ত নেওয়ার পর ইউটার্র করে আসার ফল এই ছবি...... টেনিস কোর্ট........ ক্যারোলিন ওযনিয়াকি'র ইয়েলোর কথা কেমনে ভুলি। একটা বাজুকা ল্যান্স থাকলে সামুতে ব্যানড হওয়ার ভয় থাকলেও আমি তার ছবি তুলে পোস্ট করতাম কারণ "হ্যাপিনেস অনরি রিয়েল অয়েন শেয়ার্ড" ঘর পোড়া গরুর সিঁদূরে মেঘ! আগেরটা সিঁদুরে মেঘ হলে এটা সোনালি মেঘ আমার ফ্লিকার....... একটা ফ্লিকার গ্রুপ খুলেছি, জয়েন করলে, ফটো শেয়ার করলে ভালো লাগবে.......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.