আমাদের কথা খুঁজে নিন

   

"জিহাদী বই" : সরকার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত

এই ব্লগটি নোমান বিন আরমান'র দায়িত্বে প্রবর্তিত। এখানে মাঝেমধ্যে তিনি আসেন। numanbinarmanbd@gmail.com

নোমান বিন আরমান : বিষয়টি আজব, সন্দেহ নেই। মস্তিষ্ক বিভ্রান্তির ফলও কিনা তা বিবেচনার দরকার বলে মনে করি। বলছি, পুলিশ, র‌্যাবের অভিযানে ‘জিহাদি বই’ উদ্ধারের কথাই।

আমরা স্তম্ভিত যে, বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদের দোসরদের প্ররোচনার আছর আরো বিকৃতভাবে বাংলাদেশে ভর করায়। আমরা দেখছি, http://www.numanbinarmansyl.blogspot.com কথিত জঙ্গিদের ধরতে যেয়ে পুলিশ ও র‌্যাব এদের সাথে ‘জিহাদি বই’ নামক একটি বস্তু উদ্ধারকে জরুরি করে রেখেছে। যেনো এই বস্তুটি পাওয়া না গেলে এদের জঙ্গি হিসেবে প্রমাণ করা অসম্ভব হয়ে পড়ে! এই ‘অসম্ভব'কে সম্ভব করতেই অনিবার্যভাবে ‘উদ্ধার’ করা হচ্ছে ‘জিহাদী বই’। কিন্তু এর মাধ্যমে স্বীকৃত একটি ধর্মের ‘ফরয’ বিধানকে যে পুলিশ ও র‌্যাব কলঙ্কিত করার চেষ্টা করছে তা আর কোনোভাবেই গোপন থাকছে না। এর মাধ্যমে সরাসরি ধর্মের ফরয বিধানকেও অসম্মান করা হচ্ছে।

যা ক্ষেত্র বিশেষ কুফরিও। সবচে বড় কথা, ‘জিহাদী বই’ উদ্ধারের নামে পুলিশ ও র‌্যাব সকল মুসলমানের ধর্মীয় বিশ্বাসে আঘাত করছে। আর এর প্রশ্রয় দিচ্ছে রাষ্ট্র। তাই এখন সময় এসেছে ফরয বিধানকে কলঙ্কিতকারীদের রুখে দেয়ার। অন্তত আদালতে আর না হয় একটি মামলা করার।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.