আমাদের কথা খুঁজে নিন

   

মোস্তফা আমিনকে বলছি............



অপরাধ যত পুরোনো হউক, অপরাধ সবসময় অপরাধ । অপরাধ এর বিচার না হওয়া এক ধরণের অপরাধ, আর সুষ্ঠ বিচার হওয়া সুস্থ সমাজ বিকাশের সহায়ক শক্তি । বলুন, আপনি কোনটা চান ? সুস্থ ভবিষ্যত সমাজ না অসুস্থ জীবন, কোনটা ? রাজাকার এর বিচার হবে ? এ প্রশ্ন কেনো ? এটা স্বাধীন বাংলাদেশের জনগনের এবং মুক্তিযোদ্ধাদের দাবী এবং স্বপ্ন । স্বাধীন বাংলার দাবী ! আমার দাবী, বিচার শুরু করার এখনই সময় । যারা এটা চান না তারা হয় রাজাকার আর না হয় রাজাকার সন্তান অথবা রাজাকার অথ্নীতি দারা ভোগ বিলাস করেন, এরা কেউই স্বাধীন বাংলাদেশ স্বীকার করে না । এদের আপনি জারজ সন্তান বলতে পারেন । শুধু সুস্থ সমাজই না সুস্থ এবং কলংক মুক্ত প্রজম্ম রেখে যেতে চাইলে রাজাকার বিচার হতেই হবে । তা না হলে আমাদের সন্তানরা এই স্বাধীন ভুমিতে স্বাধীনতার বাতাস বুক ভরে নিবে কি করে ? ওতে তো লাশ এর গন্ধ থাকবে আর শকুনরা থাকবে শৃংখলার দায়িত্ব । এই মহূতে রাজাকার বিচার এবং নিধন শুরু করা উচিত ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।