আমাদের কথা খুঁজে নিন

   

ধন্যবাদ মি: মোস্তফা জব্বার !!!

E:\Images and Multimedia\Images\flower.jpg

মি: মোস্তফা জব্বার কে অসংখ্য ধন্যবাদ, অবশেষে তিনি তার জাত চেলনালেন। কত হাস্যকর ভাবে তিনি দাবি করলেন হ্যাকররা উনার বিজয় হ্যাক করে অভ্র তৈরি করেছ !!! (১) হ্যকার রা কি তাহলে বিজয় এর সো্র্স কোড চুরি করে কিছু পরিবর্তন করে অভ্র তৈরি করেছ, (২) নয়ত রিভার্স ইন্জিনিয়ারিং করে বিজয় এর সো্র্স কোড পুনরুদ্ধার করেছে? নিশ্চই প্রথমটি ঘটেনি। আর ২য় ইস্যুটি নিয়ে বলতে পারি, যারা রিভার্স ইন্জিনিয়ারিং এর মাধ্যমে সো্র্স কোড পুনরুদ্ধার করার মত দক্ষতা রাখেন তাদের জন্য বাংলা লেখার একটা সফ্‌টয়ার লেখা তুলনা মুলক অনেক সহজ। সুতরাং মোস্তফা জব্বার এর রকম হাস্যকর অভিযোগ এর বিপক্ষ পৃষ্ঠার পৃষ্ঠা লিখার কোন মানে হয় না। মি: মোস্তফা জব্বার কে অসংখ্য ধন্যবাদ কেন? ঐ যে বল্লাম যে উনি নিজের জাত চেনালেন।

বি,সি,এস এর প্রেসিডেন্ট হয়ে বসে আছেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য পরামর্শ দিতে সরকারি মহলে উনার ডাক পড়ে। আল্লাহ ই জানেন উনি কি পরামর্শ বিতরন করতেন !! সরকারি কাজে বিজয়কে গেলাতে পারলেন না তাই আপনার মাথা এলেমোলে হয়ে গেল, প্রলাপ শুরু করে দিলেন। বিজয় ব্যবহার না করে অভ্র ব্যবহার করাতে সরকারের কোটি টাকা বেঁচে গেল, কিন্তু মি: জব্বার এর গাত্রদাহ শুরু!! ভাবতে অবাক লাগে আপনি বি,সি,এস এর নির্বাচিত প্রেসিডেন্ট। আমরা সত্যিকারের ডিজিটাল বাংলাদেশ চাই। সাথে সাথে এটাও চাই আধুনিক বাংলাদেশ গড়ার প্রক্রিয়ায় যেন আপনার মত স্বার্থান্বেশী লোকজন এর আনাগোনা না থাকে।

আশ করছি আমাদের সরকারী মহলের বুদ্ধিমান ব্যক্তিরা মি: মোস্তফা জব্বার কে ডাকার আগে একটু ভেবে নিবেন। আবারো মি: মোস্তফা জব্বার কে অসংখ্য ধন্যবাদ, আপনি এরকম প্রলাপ না ছাড়লে আমরা কি করে জানতাম আপনি আসলে কতটা ভাল মানুষ!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.