আমাদের কথা খুঁজে নিন

   

মোস্তফা জব্বার, জবাব দিন

পাগল কবি

বেশি কিছুদিন যাবত অভ্র এবং পাইরেসী নিয়ে অনেক হৈ চৈ হচ্ছে চারপাশে। মোস্তফা জব্বার সাহেবের ভাষ্যমতে অভ্রের ইউনিবিজয় লে-আউট তার বিজয়ের পাইরেটেড কপি, অভ্র তার কোড চুরি করেছে, পেটেন্ট ভঙ্গ করেছে ইত্যাদি ইত্যাদি। তার এই অভিযোগের বিরুদ্ধে সবাই মিলে কম যুক্তিও দেখায়নি। পেটেন্ট কোথায় কার্যকর, ঠিক কি কি করলে তাকে পাইরেটেড বলা হয়, অনেক বিষয়েই আমার চেয়ে জ্ঞানীগুনীগন অনেক বক্তব্য রেখেছেন। তাই অভ্র পাইরেটেড কি না, সেটা বুঝানোর জন্য একই যুক্তি আবার নতুন করতে বলতে যাবো না এখানে।

আজকের প্রথম আলোর সংবাদে দেখলাম জব্বার সাহেবের অভিযোগের ভিত্তিতে কপিরাইট অফিস অভ্রের স্বত্তাধিকারী মেহেদী ভাইকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে। (Click This Link) বাড়াবাড়ির একটা সীমা থাকা উচিত। কিন্তু জব্বার সাহেব আপন খেয়ালে মশগুল হয়ে সেই সীমা অতিক্রম করেই চলছেন। ন্যায়বিচারের বলে বলীয়ান হয়ে দেশ থেকে পাইরেসী ও পেটেন্টবিরোধী অপকর্ম নির্মূল করতে নিজেকে এক অর্থে উৎসর্গ করে দিয়েছেন এই মহাপুরুষ। তাই আজ জাতির বিবেকের পক্ষ থেকে জব্বার সাহেবের কাছে আমার প্রশ্ন, যেই পাইরেসীর বিরুদ্ধে আপনার এতো আস্ফালন, আপনি নিজেই কি সেই পাইরেসীর উর্ধ্বে? হয়ে থাকলে নিচের প্রশ্নের স্পষ্ট জবাব দিনঃ ১) আপনার নিজস্ব কম্পিউটারে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করেন? কত টাকা দিয়ে কোথা থেকে সেটা কিনেছেন? ব্যবহারের লাইসেন্স আছে? কম্পিউটারে মাইক্রোসফট অফিস আছে? সেটাও লাইসেন্সড তো? ফটো এডিটিং থেকে নিয়ে আর যে সব সফটওয়ার আপনি ব্যবহার করেন, তার সব ক'টার লাইসেন্স আছে তো? ২) আপনার ব্যবসায় ক'টা কম্পিউটার ব্যবহার করেন? তার সবগুলোর অপারেটিং সিস্টেম থেকে নিয়ে বাকি সব সফটওয়ার লাইসেন্সড কি? ৩) বিজয় সফটওয়ারটা কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরী করেছেন? ভিজুয়াল বেসিক, C++, বা অন্য কোন ল্যাঙ্গুয়েজ? সেই ল্যাঙ্গুয়েজের যথাযথ লাইসেন্স ছিলো তো? কতো টাকা দিয়ে কোথা থেকে সেটা কিনেছিলেন? ৪) যাদের দিয়ে বিজয় সফটওয়ারটি তৈরী করেছেন, তাদের সবার পাওনা টাকা ঠিকমতো পরিশোধ করেছিলেন কি? করে থাকলে তার পরেও যখন কেউ এ নিয়ে অভিযোগ করে, এবং সেই অভিযোগ আপনার সফটওয়ারের মধ্যেই দেয়া থাকে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? যদি ন্যূনতম সাহস এবং সততাবোধ থাকে, তবে জব্বার সাহেব এই প্রশ্নগুলোর স্পষ্ট উত্তর দিবেন।

অন্যের অপরাধের বিচার চাওয়ার আগে নিজেকে সেই অপরাধ থেকে মুক্ত রাখা উচিত যে কারও। সেখানে যদি নিজে অপরাধী হয়ে অন্য একজনকে বিনা অপরাধে শাস্তি দেয়ার দাবী জানায় কেউ, তবে সেটা আরও বড় অপরাধ আমাদের কাছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।