আমাদের কথা খুঁজে নিন

   

বিয়ের দাওয়াত - Western Style

হেনী কলেজর টেয়া লই চুদুর বুদুর ছৈল্ত ন

খুব বিরক্ত হয়ে এই লিখাটা শুরু করছি, সামুতে মাত্র profile-টা reactivate করলাম, কিন্তু অন্যদের ব্লগে comments করতে হলে নাকি নিজেকে প্রথমে একটা valid পোস্ট publish করতে হবে...কি নিয়ে লিখা যায় চিন্তা করতে করতে মাথা খারাপ! এদিকে office -এ কোন কাজকাম নাই। হঠাৎ করে কয়েক বছর আগের একটা কাহিনি মনে পরে গেল, ভাবলাম এই কাহিনি দিয়েই আমার সামুতে যাত্রা শুরু হক। মাত্র ভার্সিটি থেকে graduation করে ৪ মাস বেকার থাকার পর চাকরি শুরু করেছি, আমাদের receptionist মেয়েটা একদিন ঘোষনা করল সে বিয়ে করতে যাচ্ছে, আমাদের সবাইকে দাওয়াত-ও দিল। আমিতো মহা খুশি - যাক এই চান্সে roast beef, prawn salad, steak, salmon cutlet ইত্যাদি খাওয়া যাবে (এমনিতেই সেই বছর বাংলাদেশের অনেক বিয়ে miss হয়ে গেছে)। খুবই উৎসাহের সাথে "mind prepare" করছি। আমার পাশের ছুকরির দেখি তেমন কোনো ভাবান্তর নাই! ভাবলাম ছুকরি নিশ্চয় jealous। জিগ্যেস করলাম কি গিফট দেয়া যায়? সে খুব একটা আগ্রহ দেখালোনা, বল্লো আগে থেকেই সে ব্যপারটা জানে কিন্তু নিজের পকেটের পয়সা খরচ করে বিয়ের খাওয়া কেনার কোন সাধ তার নাই। আমিতো আকাশ থেকে পরলাম! কিছুক্ষন পরে জলবৎ তরং - আমরা বিয়ের দাওয়াত পেয়েছি কিন্তু খাওয়ার জন্য pay করতে হবে (plus গিফট না দেওয়াটাও হবে অসামাজিকতা) তাই কেউ interested না...শুনে পুরাই টাসকি খাইয়া গেলাম। একেই মনে হয় বলা হয় cultural shock! প্রথমেতো ভেবেছিলাম এটা এখানের custom, পরে অবশ্য জানলাম এটা শুধুই গরিব মানুষদের custom। এখনো অপেক্ষায় আছি প্রথম বিয়ের দাওয়াতের জন্য (including free meal ofcourse) আশা করি মডু-মামারা আমার প্রথম post-টা allow করবেন, আর public যদি like করলেতো পোয়াবারো!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।