আমাদের কথা খুঁজে নিন

   

ক্রোম

https://www.facebook.com/hossainabhi

অনেকেই বিভিন্ন রকম ব্রাউজার ব্যবহার করেন । গুগোল ক্রম তার ভেতর নিজের জায়গা করে নিয়েছে । আমরা অনেকই জানি গুগোল ক্রম কি ! এই ব্রাউজার অন্যান্য গুলর তুলনায় অনেক দ্রুত গতির | আমি এই পোষ্ট দিলাম যারা জানা থাকা সত্তেও ক্রম ব্যবহার করেন না তাদের জন্য | সার্চ জায়ান্ট গুগলের রয়েছে ব্রাউজার প্রোগ্রাম ক্রোম। সম্প্রতি ক্রোম এর দু’বছর পূর্ণ হলো। আর এ দিনে গুগল এ ব্রাউজার প্রোগ্রামের নতুন সংস্করণ ‘ক্রোম সিক্স’ বাজারে এনেছে।

ক্রোম এর নতুন এ সংস্করণে থিমস পরিবর্তন করা, স্লাইড বাই স্লাইড ভিউ, পাসওয়ার্ড ম্যানেজার, উন্নত নিরাপত্তা ব্যবস্থা, বিল্ট ইন ফ্লাশ প্লেয়ার, স্বয়ংক্রিয় অনুবাদ, এইচটিএমএল ফাইভ প্রভৃতি সুবিধা বিদ্যমান রয়েছে। ব্যবহারকারীর জন্য এটির যথেষ্ট উন্নয়ন করা হয়েছে। এটি উইন্ডোজ এক্সপি, ভিসতা এবং উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেমে ইনস্টল করা যাবে। এমনকি এ ব্রাউজার প্রোগ্রাম ম্যাক এবং লিনাক্স অপারেটিং সিস্টেমে চলবে। বিনামূল্যে গুগল ক্রোম এর নতুন সংস্করণ http://www.google.com/chrome এই লিংক থেকে ডাউনলোড করা যাবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।