আমাদের কথা খুঁজে নিন

   

ক্রোম (খ্রোম)!!



নতুন একটা ব্রাউজার দেখে, এমনি চেখে দেখতে ইচ্ছে হল। তাও হত না যদি না এটা গুগলের হত। আইটি সেক্টরের কেউ নই আমি- এই লেখা লেখার আগে-ভাগেই সেটা বলে নেই। নেহায়েতই একজন সাধরণ ইন্টারনেট ইউজার। সাধরন ইউজার হিসাবে আমার সবগুলো মেইল একাউন্টের মধ্যে গুগল একাউন্টটা কেন জানি ভীষণ প্রিয়।

গুগলের ব্যাপার স্যাপার গুলোই আলাদা। একটা গুগল একাউন্ট দিয়ে কত্ত কিই না করা যায়! এর অনেক অনেক এপলিকেশনের মধ্যে সবচে বেশি যেগুলো ইউজ করি সেগুলো হলঃ মেইল, গুগল ডকুমেন্ট, ক্যালেন্ডার, ব্লগ আর রিডার। এবার দেখি তারা একেবারে নতুন একখানা ব্রাউজার ই বাজারে নামিয়ে দিয়েছে। এর এ্যাড দেখে সাথে সাথে ইন্সটল করে একটু চেক করা শুরু করলাম। প্রথমেই মাথায় এলো আমার প্রিয় ব্লগ সামইন এতে সাপোর্ট করে কিনা, দেখি তো।

দেখি ভালোই করছে। তবে একটা বাগ অলরেডি ধরা পড়েছে বলে মনে হল। কমেন্টের ক্ষেত্রে। প্রত্যেকটা কমেন্টে যে আলাদা আলাদা "জবাব" দেয়ার সিস্টেম আছে সেটা কাজ করছে না বলে মনে হয়। একটা লেখার কিছু কমেন্টের উত্তর দিতে যেয়ে ধরা পড়ল।

গুগলের কাজকর্ম দেখলে আমার কেনজানি মনে হয়...আগামীতে সমগ্র বিশ্বের সবকিছুই যখন মোটামুটি ইন্টারনেট এর আওতায় চলে আসবে তখন গুগল বা গুগলের মত এই ইন্টারনেট ভিত্তিক কোম্পানীগুলোই্র বিশ্ব শাসন করবে। কেমনে সেটা আর ব্যাখ্যার অপেক্ষা রাখে না। আজ ঠিক যেমন করছে আমেরিকা। http://www.youtube.com/watch?v=JGmO7Oximw8 Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।