আমাদের কথা খুঁজে নিন

   

হ্যাকার আপনার ফেসবুকের ইমেই মোবাইল নাম্বার, পাসওয়ার্ড পরিবর্তন করেছে ? এখন তাও একাউন্ট ফেরত পাবেন । দেখে নিন ।

আলসেমির কারনে আর কোন কিছু নিয়ে লিখতে ইচ্ছা করে না । যাই হোক এক বড় ভাইয়ের আইডি হ্যাক করার চেষ্টা দেখে মনে হল এই বিষয়টা সবার জানানো দরকার । বেশকিছুদিন আগে ফেসবুক নতুন একটা সিকিউরিটি সিস্টেম চালু করেছে । সেটা হল Trusted Contacts । এর সুবিধা হল আপনার ফেসবুক একাউন্ট যদি কেউ সত্যিই কোন উপায়ে হ্যাক করে ফেলে তবে Trusted Contacts লিস্টে যাদের যাদের নাম দিবেন তাদের সাহায্যে আপনার একাউন্ট কোন ঝামেলা ছাড়াই ফেরত পাবেন ।

আবার ভবিষ্যতে যদি কখনো আপনার পাসওয়ার্ড ভুলে যান কিংবা লগইন করতে পারছেন না এমন হয় তখন সেসব বন্ধুদের সহায়তা নিয়ে একাউন্ট রিকভার করতে পারবেন । ধরুন কোন কারনে আপনার একাউন্ট হ্যাক হয়ে গেল এবং হ্যাকার আপনার একাউন্টের ইমেইল এড্রেসের সাথে সাথে ফোন নম্বরও পরিবর্তন করে ফেলল । তখন কি একাউন্ট ফিরে পাওয়া সম্ভব ? হ্যা তাও ফেরত পাবেন কোন প্রকার সমস্যা ছাড়াই । এমন হলে প্রথমে ফেসবুক লগইন পেজে যাবেন । তারপর ইমেইল ও ফোন নম্বরের জন্য “নো লংগার এক্সেস টু দিস” এ ক্লিক করুন ।

এরপর ওদের নির্দেশনা অনুযায়ী কাজ করুন । নতুন ইমেইল ও কনটাক্ট নাম্বার চাইবে হয়ত । দিয়ে দিন । সব শেষে আপনার ট্রাস্ট লিস্টেড বন্ধুদের নিকট একটা কোড সেন্ড করতে বলবে । ওকে করুন ।

এবার আপনার বন্ধুর কাছ থেকে কোডটি নিয়ে বসিয়ে দিন । আপনার একাউন্ট সঙ্গে সঙ্গে ফেরত পেয়ে যাবেন । এবার কেমনে Trusted Contacts এ বন্ধুদের এড করবেন প্রসেসটা জেনে নেই । ফেসবুকে লগিন করুন । তারপর ডানপাশের Privacy Settings এ ক্লিক করুন ।

পেজ ওপেন হওয়ার পর বামপাশে খেয়াল করুন দেখবেন Security নামের একটা অপশন আছে । ক্লিক করুন । পেজ ওপেন হলে ৫ নাম্বার অপশনে Trusted Contacts অপশন দেখতে পাবেন । এবার এড টু কনটাক্টস এ ক্লিক করে এড করে নিন । ৩ থেকে ৫জন বন্ধুকে আপনি এড করতে পারবেন ।

তবে সব শেষে একটু দুঃখের কথা বলি Trusted Contacts অপশনটা এখনই সব ব্যবহারী পাবেন না । সম্ভবত যারা একটু পুরাতন ব্যবহারকারী কিংবা ফেসবুকের বিচারে অন্য কোন রেটিং বিবেচনায় অনেকের প্রোফাইলেই এই অপশনটি যুক্ত করেছে । আমি পেয়েছি । তবে যদি কেউ না পান কিছুদিন অপেক্ষা করুন পেয়ে যাবেন । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.