আমাদের কথা খুঁজে নিন

   

কবিতাঃ আবাসে অবাঞ্ছিত

আমি নীল, আমি কালো, আমি মন্দ হয়েও ভালো
তুই আমাকে ছেড়ে যাবার পর এ শহরটাও আমায় ছেড়ে তোর দলে নাম লিখিয়েছে। গলিতে গলিতে তোর ঘ্রাণের রেশ, পাঁচিলে পাঁচিলে তোর ছায়ার দাগ, দোকানে দোকানে তোর দরদাম, গেলাসে, টিস্যুতে তোর ঠোঁটের ছাপ। একবার তোর বই উল্টে পাল্টে দেখার ছবি, পত্রিকার পাতা থেকে ছলকে উঠেছিলো, বই মেলায় যাওয়া বাদ দিয়েছি তাই। আমার ছবির হাটের আড্ডার পাশেও তোর এক সারি পায়ের ছাপ, দেখতে পায় না আর কেউ, তবু ছাপগুলোর চাইতে জ্বলজ্বলে ওখানে আর কিছু নেই । এ শহর আমায় বুকে ধরেছে, মানুষ করেছে তেইশটা বছর । তোর অস্তিত্বে মুখর, আমার চেনা সেই শহর, আজকে তাই সেই শহরে আমার চেয়ে অবাঞ্ছিত আর কেউ নেই ।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।