আমাদের কথা খুঁজে নিন

   

আমার সুইসাইড দরখাস্ত



কিছুদিন আগে আমার কিছু ষ্কুল বন্ধুর সাথে হঠাৎ দেখা হয়ে গেল। সবার সাথে পুরানো অনেক বিষয়ে কথা হচ্ছিল। এর মধ্যে একজনের বোন বলতেছে 'আপু তুমি কি সে যে তার মাকে সুইসাইড দরখাস্ত লিখেছিল?' আমি অবাক হলাম কি বলে এ মেয়ে? আমার দোস্তদের মধ্যে ততখনে হাসির রোল পরে গেছে। একেক জন হাসতেছে আর বলতেছে 'ওই তুই এত আজিব ছিলি কেন? মাকে কেউ সুইসাইড দরখাস্ত লেখে?' আরেকজন বলতেছে 'ঐ দরখাস্ত একজন সিরিয়াস হয়ে মেডামকে দেখাতে নিয়ে গেছিল?' তখন আমার মনে হয় সেই বান্দরামীর কথা কাহিনী ছিল এমন আমি তখন ৭ম শ্রেণীর বান্দরদের লিডার ছাত্রী। স্যার মেডামরা আমাকে অনেক নিরীহ টাইপ মনে করত।

কারন তাদের সামনে আমি অনেক ভদ্র। যাই হোক, আমি ২য় পার্বিক পরীক্ষা দিয়ে আল্লাবিল্লা শুরু করছি। এর মধ্যে চরম অবস্থা আব্বা আম্মা পিটায় লাশ বানায় ফেলবে যদি রেজাল্ট ভালো না হয় এমন আল্টিমেটাম দেয়া হইছে। চিন্তায় দুস্টুমি করা যাচ্ছিল না। উফ! তখন মাথায় কাজ করল রেজাল্ট খারাপ করলে মাইর একটাও মাটিতে পরবে না তার থেকে আমি সুইসাইড দরখাস্ত মাম কে লিখে রাখি সামনে কাজে দিবে।

যখন চিন্তা তখনই কাজ বরাবর, মা-বাবা আমাদের বাসা, ঢাকা। বিষয়:সুইসাইডের জন্য আবেদন। যথাযথ সম্মানপূর্বক সবিনয় নিবেদন এই যে,আমি আপনার বাসার একজন নিয়মিত সদস্য। আমি আপনার বাসার কণিষ্ঠ ব্যক্তি। কিন্ত আমার রেজাল্ট খারাপ হওয়ায় আমি আপনার কাছে দুঃখের সাথে জানাচ্ছি যে আমি সুইসাইড করার জন্য প্রস্তুতি নিচ্ছি।

আপনার কাছে বিণীত নিবেদন এই যে,আমি সুইসাইড করব যদি আমার রেজাল্ট খারাপ হয় আর আমি বাসায় জায়গা না পাই (and i mean it mam)। আমার এই দরখাস্ত মন্জুর করে আমাকে কৃতার্থ আর বাধিত করবেন। আপনারই অনুগত, ....................... তাং:............... আমাদের বাসা, ঢাকা। এই দরখাস্ত দেখে আমার দোস্তরা হাসতে হাসতে শেষ। একেক জন একেক কথা বলা শুরু করল।

এই ঘটনা দ্রুত ভাইরাসের মত ষ্কুলে ছড়ায় পড়ল। ছ্যার মেডামরা পর্যন্ত হাসতেছে। এর মধ্যে ক্লাস শুরুর ঘন্টা পরল। আমাদের ক্লাশে মেডাম ঢুকেই জিঞ্জেস করতেছে 'কই রে ঐ প্রতিভাবান ছাত্রী?' সবাই আমার দিকে ইশারা করার জন্য বসে ছিল। বলতেই আমাকে দেখায় দিল।

আমার আত্নার পাখি ততখনে উড়াল লইছে। উফ! মেডাম আইসা যে কানটা ধরল। উফ! আর বলতেছে 'এত বান্দরামী না করে ভালো করে পড়লেই তো পারোস। বায়াদোব। ' আর সবাই হাইসা গড়াগড়ি।

যাই হোক,আমি ষ্কুলে সবসময় বিখ্যাত থাকতাম আমার ইতরামীর জন্য। সবসময় আমি আড়ালে আবডালে থেকে নেত্রীত্ব দিতাম। তাই স্যার মেডামরা জানলেও তেমন কিছু বলতে পারত না। প্রমানের অভাবে। পুনশ্চ: ও আরেকটা কথা এই দরখাস্ত একজন বাসায় নিয়ে তার বাবা মাকে দেখাইছে।

যার জন্য ঐ বাসায় আমার দাওয়াত পরে। আমি অবশ্য যাই নি। আর আমার মাম ও এই ব্যাপারটা এখনও জানে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।