আমাদের কথা খুঁজে নিন

   

পাশবিক কবিতা

ভাল লাগে ফুল, কিছু কিছু ভুল

নিউরোন পত্রিকার ২০০১ জানুয়ারি সংখ্যায় প্রকাশিত এক গবেষণাপত্রে দাবী করা হয় পশুরাও নাকি স্বপ্ন দেখতে পারে। নাগরিক ছদ্মনামের যিনি এই বিষয়টি নিয়ে লেখেন তিনি মন্তব্য করেন, "স্বপ্নের থেকে কবিতার অবস্থান খুব দূরে নয় - কখনো কখনো তারা এপিঠ ওপিঠ। যে জীবজন্তুরা স্বপ্নদর্শনে অভ্যস্ত তারা কি কবিতাও ভাবতে পারে তাহলে ??" ধরুন ওরা যদি সত্যি কবিতা লিখতে পারত, কেমন হত সেগুলো? একটু মানবিক ভাষায় অনুবাদ করা যাক একটা পাশবিক কবিতা। নীচের লেখাটার লেখক মনে করুণ টম... তার কবিতার নাম.... মন ভালো নেই টম মন ভালো নেই, মন ভালো নেই কদিন ধরে হয়না দেখা জেরির সাথেই আর ওদিকে ধূমসী ছুড়ি, সেই "লালি"-টা ভোলার সাথে ডেটিং মারে- আচ্ছা চিটার আহা সেকি খুনসুঁটি তার লেজ দুলিয়ে রাগ চড়ে যায় এই ন্যাকামো দেখতে গিয়ে- ভুলেই গেলি সেদিন কত প্রেম সোহাগে আস্ত হাড়টা খাইয়ে দিলাম, নিজের ভাগের এই দুনিয়া ভীষণ রকম স্বার্থবাদী!!! আবার পেলে কামড়ে দেব- "হাড় হাভাতী"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.