আমাদের কথা খুঁজে নিন

   

ভোলায় নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে

সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা হয়।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুল ওয়াহেদ বলেন, জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে জেলা নিয়ন্ত্রণকক্ষ খোলার সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়া জেলার সাতটি উপজেলায় নির্বাহী কর্মকর্তাকে উপজেলা নিয়ন্ত্রণকক্ষ খোলার নির্দেশ দেয়া হয়েছে।
আবদুল ওয়াহেদ আরো বলেন, ইতোমধ্যে তার কার্যালয়ে জেলা নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। ফোন নম্বর ০৪৯১-৬১৩৪৫।
আবহাওয়া বিভাগ ৪ নম্বর সতর্কতা সংকেত ঘোষণা করলে জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়, সোমবার সকাল ৬টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ৩৮৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিম, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ৩০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিম এবং মংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৩০৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।
আগামী মঙ্গলবার বা বুধবার নাগাদ মহাসেন মিয়ানমারের রাখাইন প্রদেশ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের ওপর দিয়ে বয়ে যেতে পারে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.