আমাদের কথা খুঁজে নিন

   

ভোলায় চলছে নির্বাচনোত্তর প্রতিহিংসা



২৪ এপ্রিল ভোলা-৩ আসনের উপনির্বাচন সম্পন্ন হওয়ার পর সেখানে শুরু হয়েছে প্রতিশোধের পালা। প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠেছেন ক্ষমতাসীনরা। নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল দুই উপজেলায়। কিন্তু নির্বাচনের পর সহিংসতা রোধে কোনো ব্যবস্থাই নেই। রাজনৈতিক আক্রোশের পাশাপাশি ব্যক্তি আক্রোশও কাজ করছে লালমোহন-তজুমদ্দিনে।

গতকাল সোমবার দুই উপজেলা ঘুরে সেখানকার বিএনপি নেতা ও ক্ষতিগ্রস্ত অনেকের সঙ্গে আলাপ করলে এসব কথা জানান তাঁরা। তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়নের কেয়ামুল্লা গ্রামে সোমবার একদল দুর্বৃত্ত পারভীন আক্তার নামের এক প্রতিবন্ধী কিশোরীর ওপর নির্যাতন চালায়। বাধা দিতে গেলে কিশোরীর মা শয়ফুলকেও নির্যাতন করে মারাত্মক আহত করেছে সন্ত্রাসীরা। আহত শয়ফুল অভিযোগ করেছেন, ধানের শীষে ভোট দেওয়ার কারণে আওয়ামী লীগ পরিচয়দানকারী একদল সন্ত্রাসী তার প্রতিবন্ধী কন্যা ও তার ওপর নির্যাতন চালিয়েছে। সকালে একই গ্রামের আইয়ুব, মোরশেদ, হানিফ, সিরাজ ও চাঁদপুর ইউনিয়নের গোলকপুর গ্রামের নূর নবীসহ মোট পাঁচ বিএনপি কর্মীকে পিটিয়ে আহত করেছে।

একই উপজেলার চরজহিরউদ্দিনে শুরু হয়েছে ঘরছাড়া করার অভিযান। তিন নম্বর ওয়ার্ড নিশ্চিন্তপুর গ্রামের জামাল, সাত নম্বর ওয়ার্ডের ইলিয়াছ ও পাঁচ নম্বর ওয়ার্ডের ছাইফুল গতকাল সকালে রক্তাক্ত অবস্থায় তজুমদ্দিন সদরে চলে এসেছে। তাদের অভিযোগ, মলংচড়ার সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা নাজিমউদ্দিন বাবুলের নেতৃত্বে অস্ত্রধারীরা তাদের পিটিয়ে বাড়িছাড়া করে দিয়েছে। সাত নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামের বাসিন্দা রুহুল জানান, ওই অস্ত্রধারীরা তাঁর বসতবাড়ি দখল করে নিয়েছে। পরিবার পরিজন নিয়ে তিনি চর ছেড়ে পালিয়ে এসেছেন।

তজুমদ্দিন উপজেলা বিএনপি আহ্বায়ক মহিবুল্লাহ নাগর বলেন, চরজহিরউদ্দিন থেকে ৫০ জনের বেশি বিএনপি নেতা-কর্মীকে মারধর করে তাড়িয়ে দিয়েছে ক্ষমতাসীন দলের ক্যাডাররা। মলংচড়ার সাবেক চেয়ারম্যানকে এ জন্য দায়ী করেন তিনি। আওয়ামী লীগ নেতা নাজিমউদ্দিন বাবুলের সঙ্গে যোগাযোগ করলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপি সাজানো নাটক করছে। তজুমদ্দিন থানার ওসি মো. এরফান কালের কণ্ঠকে জানান, এসব বিচ্ছিন্ন ঘটনা। অভিযোগ সত্যি হলে ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, লালমোহন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পাড়া-মহল্লায়ও সহিংসতা ছড়িয়ে পড়ছে। চলছে ২০০১ সালের প্রতিশোধের পালা। রবিবার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গোদাখালী গ্রামের সফি মাঝি স্ত্রী-কন্যাকে ধর্ষণের অভিযোগ করে পরদিনই অস্বীকার করেছেন। তিনি বলছেন, ধর্ষণ নয়, নির্যাতন ও বস্ত্রহরণ করা হয়েছে। ঘটনা শোনার পর নবনির্বাচিত সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন সেখানকার ওসিকে নির্দেশ দেন মামলা নিতে।

লালমোহন থানার ওসি দেলোয়ার হোসেন খান জানান, নির্যাতনের অভিযোগ পেয়েছেন। তদন্ত করে মামলা নেবেন। ভোলা-৩ আসনের নির্বাচনকে কেন্দ্র করে পাশের নির্বাচনী এলাকা দৌলতখানেও সহিংস ঘটনার খবর পাওয়া গেছে। সন্ত্রাসীরা সেখানকার বিএনপি কর্মী কামাল, জাহাঙ্গীর আলম, ভাসানী, আলম মেম্বার, জাফর, কামাল ও গজনবী হাওলাদারকে মারধর করে। আহতদের ভোলা ও দৌলতখান হাসপাতালসহ ক্লিনিকে ভর্তি করা হয়।

Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.