আমাদের কথা খুঁজে নিন

   

দলের নেতাদের সঙ্গে বসছেন খালেদা

শনিবার রাতে গুলশানের কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই বৈঠক হবে। রাত সাড়ে ৮টায় বৈঠকটি শুরু হবে বলে খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান জানিয়েছেন।
দলের নীতি নির্ধারকদের মতামত শুনে পরদিন ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিরোধীদলীয় নেতা।
নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে ঈদের পর জোরদার আন্দোলনের ঘোষণা রয়েছে বিরোধী দলের। তার কর্মসূচি ঘোষণার আগে এই দুটি বৈঠক করছেন খালেদা।


বিএনপি নির্দলীয় সরকার ব্যবস্থা চাইলেও অনির্বাচিত কারো কাছে ক্ষমতা হস্তান্তরে নারাজ ক্ষমতাসীন আওয়ামী লীগ।
বিএনপির দাবি, সংবিধান সংশোধন করে আগের মতো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করতে হবে।
আগামী অক্টোবর মাসে নবম সংসদের সমাপণী ঘটার ঘোষণা প্রধানমন্ত্রী শেখ হাসিনার রয়েছে। বিরোধী দলের কোনো প্রস্তাব থাকলে তা সংসদে উত্থাপন করতে সরকারি দলের নেতারা আহ্বান জানিয়ে আসছেন।
দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া (ফাইল ছবি) তবে বিরোধী দল বলছে, তারা কোনো প্রস্তাব দেবে না।

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকা আওয়ামী লীগকেই উদ্যোগ নিয়ে সংসদে বিল তুলে তা পাস করতে হবে।  
দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া (ফাইল ছবি)
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতোমধ্যে বলেছেন, সংসদের মেয়াদ শেষের আগেই সরকার যদি বিল উপস্থাপনের উদ্যোগ না নেয়, তাহলে তাদের আন্দোলন ছাড়া বিকল্প থাকবে না।
“আমাদের বক্তব্য স্পষ্ট- আগামী নির্বাচন কোনো দলীয় সরকারের অধীনে হতে পারবে না,” হুঁশিয়ারি দিয়ে আসছেন তিনি।
‘আন্দোলন করে কোনো ফল আসবে না’- সরকারি দলের নেতাদের এই বক্তব্যে রাজনৈতিক মহলে অস্থিরতার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
আর তা হলে তার দায় সরকারকেই নিতে হবে- বলছেন বিরোধী নেতারা।

অন্যদিকে সরকারি দলের নেতারা বিরোধী দলের উদ্দেশে বলছেন, এমন কোনো পরিস্থিতি যেন সৃষ্টি করা না হয়, যাতে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.