আমাদের কথা খুঁজে নিন

   

অন্তর দ্রোহ (লিরিক)

সমস্ত প্রাগ কথন,,অনির্ধারিত কিছু শব্দ..

যখন কোন কষ্ট আসে- খারাপ লাগে নষ্ট শহর নষ্ট দেশে খারাপ লাগে অসময়ে বিষের বাঁশি কষ্ট লাগে সময়ের খেলা ঘরে খারাপ লাগে। অন্তহিন পথের ধারে আমবশ্যার অন্ধকারে যত্নহীন পথের ধুলায় রুষ্ঠ কোন কাল সন্ধ্যায় খারাপ লাগে, খারাপ লাগে। তোমার চোখে বিষের বাসা নষ্ট শহর নস্ট আশা একটি সিঁদুর লাল টকটকে তোমার ছোয়া নস্ট গালে খারাপ লাগে আমার কস্ট লাগে খেস্তি খিউর বস্তির ধারে তোমার শহর ম্যানহোলেতে মানুষ ডুবদেয় টাকার আশায় দেখতে তখন খারাপ লাগে আমার ভিষন কস্ট লাগে পুরোন চিঠির ধুলোর গায়ে তোমার গন্ধ চেপে থাকে শুকনো ফুলে গন্ধছাড়া বইয়ের চাপে নস্ট হওয়া স্মুতি ভাবতে কষ্ট লাগে আমার ভিষন খারাপ লাগে ধোয়া ধোয়া স্বপ্ন ধোয়া খারাপ লাগে তোমার আমার ছাড়াছাড়ি কষ্ট লাগে ভালোবাসার বারি বারি নস্ট লাগে কাছের ভাষার কথাটা যে কস্ট লাগে

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।