আমাদের কথা খুঁজে নিন

   

অন্তর মম বিকশিত করো

অন্তর মম বিকশিত করো      অন্তরতর হে। নির্মল করো, উজ্জ্বল করো,     সুন্দর কর হে।            জাগ্রত করো, উদ্যত করো,                 নির্ভয় করো হে।       মঙ্গল করো, নরলস নিঃসংশয় করো হে।            অন্তর মম বিকশিত করো,                 অন্তরতর হে। যুক্ত করো হে সবার সঙ্গে,   মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল মর্মে   শান্ত তোমার ছন্দ।       চরণপদ্মে মম চিত নিঃস্পন্দিত করো হে,           নন্দিত করো, নন্দিত করো,               নন্দিত করো হে।           অন্তর মম বিকশিত করো                অন্তরতর হে। শিলাইদহ ২৭ অগ্রাহায়ণ ১৩১৪ কাব্যগ্রন্থঃ গীতাঞ্জলি রচনা সংখ্যাঃ ৫

সোর্স: http://www.bangla-kobita.com     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।