আমাদের কথা খুঁজে নিন

   

আমেরিকার ঘৃণা দিবসে পরিণত হয় এ বছর নয়-এগার পালন

দালাল, তাবেদার আর সাম্রাজ্যবাদের গোলাম শাসক গোষ্ঠীর আনুগত্যের চেয়ে বিদ্রোহ পছন্দ করি

এ বছর আমেরিকায় নয় এগারর বার্ষিকী আর মুসলমানদের ঈদুল ফিতর ছিল একই দিনে। দেশটার একাধিক মুসলিম গোষ্ঠী ঘোষণা দিয়ে ঈদ উদযাপন করে নাই। তাদের মতে, ৯/১১ তে ঈদ উদযাপনের ফলে মুসলমানদের সম্পর্কে ভুল ধারণা তৈরি হতে পারে। তারা বরং শোক আর স্মরণে এগার সেপ্টেম্বর পালন করেছে। একইভাবে দুইহাজার এক এর ওই হামলার পরে বাংলাদেশের মত সারা দুনিয়াই একাত্ম হয়েছিল শোকার্ত আমেরিকান জনগণের সাথে। দুনিয়ার অন্যান্য দেশের মত মুসলিম প্রধান দেশগুলাও রাষ্ট্রীয়ভাবে তো বটেই, দুনিয়ার সাধারণ মুসলমানরাও এত মানুষের মৃত্যুকে শোকের আর স্মরণের দিন বলেই জানে। কিন্তু খোদ আমেরিকায় এবারের নয় এগারতে শোক আর স্মরণকে ছাড়িয়ে ঘৃণাই জিতে গেছে। গ্রাউন্ড জিরোতে মসজিদ বিতর্ক ও কোরান পোড়ানোর উদ্যোগকে কেন্দ্র করে আমেরিকানরা এবার নয় এগার উদযাপন করেছে ইসলাম আর মুসলমান নামের সবকিছুর প্রতি চরম ঘৃণা আর বিদ্বেষের মধ্যে। শুধু নিউইয়র্ক না, বরং পুরা আমেরিকাই এবারের নয় এগারতে এক বর্ণবাদী প্রচারণার মঞ্চ হয়ে উঠেছিল। বিস্তারিত পড়তে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.