আমাদের কথা খুঁজে নিন

   

ডাস্টবিন ও জীবন



২০০৪ সাল জানুয়ারী মাস হাটছি মগবাজারের সার্কুলার রোড দিয়, ডাস্টবিনের দুর্গন্ধ। মনে হচ্ছে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছে, পকেটে পয়সা নেই যে রিক্সায় চড়ব তবু জীবন চলছিল থেমে যায় নাই অনেক কিছু থেমে যায় নাই জীবনের চলা। শুধু থেমে গেলাম আমি রাস্তার একটি বাস্তব নিষ্ঠুর দৃশ্য দেখেঘ এই জীবন সুন্দর সার্থক করার জন্য ছুটে চলেচছ কত কি করছি তারপরও হয়তো সর্বচ্চো সন্তুষ্টি আসছে না। যাক এসব কথা আসল কথায় আসি রাস্তার পাশে ড্রাস্টবিনের পাশে একটি লোক বসে কি যেন খুজচ্ছে। হটাৎ করেই থেমে গেলাম দেখি কি করে । দেখলাম দূগন্ধ পচা খাবারের প্যাকেট ধরে টানছে। তার কিছুক্ষন পরই তা খেতে শুরু করল। আমি দাড়িযে দাড়িয়ে তাই শুধু দেখলাম নির্বাক মূর্ত্তি হয়ে কিন্তু আমার কিছু করার .............! আগেই বলেছি আমার পকেট....?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।