আমাদের কথা খুঁজে নিন

   

ক্লান্তিহীন চাঁদ ও আমি

আমি নজরুল ইসলাম । পড়ালেখায় যন্ত্র কৌশলী । আমি খুব সাদামাটা একটা তরুণ। ভালবাসি- নিজেকে, আমার মা কে, আমার দেশকে। আর ভালোবাসি আকাশ দেখতে, অসাধারন কিছু রঙ্গিন স্বপ্ন দেখতে ।

আমি ভালোবাসি কবিতা, ভালোবাসি ভালোবাসা। শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার।
স্বপ্নেরা মাঝে মাঝে দেয় হানা, নিঃশব্দের মাঝে সুদর্শন মেলে ডানা । কখনও বা ক্লান্তিহীন চাঁদের পানে চেয়ে থাকা, কিম্বা আকাশের মিটিমিটি তারা গোনা...। আমি জেগে আছি , নিশাচর নই, তবু জেগে আছি ।

রাতের আঁধারে বাস্তবতার রঙ কেমন তা উপলব্ধি করার জন্যই জেগে আছি । মৃদু আলোয় ঝিঁঝিঁ পোকা অবিরাম ডেকে যায়, বিষন্ন স্মৃতি কেঁদে উঠে নিঝুম নিরালায় । আজন্ম হাহাকার বুকে নিয়ে হেঁটেছি আমি, মাইলের পর মাইল, কেটেছে কত কাল মৌনতায় । বিদায় শব্দটা ভাল নয় , তবু ওরা কেন বিদায় বলে জানি না । স্মৃতি আমায় অঝরে কাঁদায়, যে চলে যায়, সে যে কখনও ফিরে না ।


 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.