আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম সন্তান আমার ভালবাসা, দ্বিতীয় সন্তানের আগমনে আবারও আপ্লুত হলাম সেই ভালবাসায়

পথের সন্ধানে পথে নেমেছি.........
সদ্য জন্ম নেওয়া ছোট মেয়ে ফাইরোজ গত ১৭ সেপ্টেম্বর, শুক্রবার, সকাল ১০টা ২০ মিনিটে আমার দ্বিতীয় সন্তান ফারহানা রশীদ ফাইরোজ এর জন্ম হয়েছে। পরম করুনাময় মহান আল্লাহ তায়ালার কাছে অশেষ শোকরিয়া যে তিনি আমাকে একটি সুস্হ সবল সন্তান দান করেছেন। আমি সব সময় সর্বদাই প্রার্থনা করেছি যে আল্লাহপাক যেন আমাকে একটি সুস্হ সবল সন্তান দান করেন যা ছেলে বা মেয়ে যাই হোক। কখনও ছেলে বা মেয়ের জন্য বিশেষ দোয়া করিনি। প্রযুক্তির কল্যানে আগাম জানার সুযোগ থাকা সত্বেও কখনও আগাম জানার চেষ্টা বা ইচ্ছা পোষনও করিনি।

আমার স্ত্রী ও আত্মীয় স্বজন অনেকেই ছেলে না মেয়ে? আগাম জানতে চেয়েছে যা আমি কখনও তাদের সাথে একমত হইনি, কাউকে তা জানতে দেইনি। আমার কাছে ছেলে বা মেয়ের চেয়ে একটি সুস্হ সবল সন্তানের কদর, মুল্য অনেক বেশী। তাই সব সময় সেই প্রার্থনাই বারংবার করেছি। সন্তানের জেন্ডার অগ্রিম জেনে তৎক্ষনাত একজন মানুষের, একজন মা, একজন বাবার কিইবা করার থাকে বা আছে। বরংচ অগ্রিম জানার ফলে অনেক সময় মন মত আকাঙ্খা পুরণ না হলে ইচ্ছা অনিচ্ছাকৃত অবহেলা আর ভুলগুলোই হয়ত সন্তান প্রাপ্তির আনন্দটুকু খানিক ফিকে করে দেয় বা দিতে পারে এবং মন মত না হলে কোন কোন স্তরে সন্তানের অযাচিত একটা ক্ষতিরও সম্ভবনা থেকে যায়।

তারচেয়ে অগ্রিম না জেনে, না শুনে তৎক্ষনিক একটি সুস্হ সন্তানের সুসংবাদ নিজেকে আপ্লুত করে, আনন্দিত করে অনেক অনেক বেশী। আমার কাছে অন্তত সেরকমটাই মনে হয়েছে। সন্তান তো সন্তানই সে ছেলে হোক আর মেয়েই হোক। আমার বড় মেয়ে ফারিয়ার জন্মের আগেও আল্লাহ তায়ালার কাছে সেই একই প্রার্থনা ছিল। মহান রাব্বুল আল আমীন আমাকে দুটি সুস্হ সবল সন্তান দান করেছেন, তার জন্যে আবারও তাঁর কাছে শোকরিয়া আদায় করছি।

ফারিয়া এবং ফাইরোজ আমি যেন আমার সন্তানদের সঠিকভাকে, সম ভালবাসায়, আদর সোহাগে বড় করে তুলতে পারি, সন্তানকে সন্তান হিসাবেই লালন পালন করে সত্যিকারের মানুষ হিসাবে সমাজে পরিচিত করে তুলতে পারি আর তাদের ভালবাসায় যেন নিজে আপ্লুত হতে পারি সারাজীবন সেই প্রার্থনাই সবার কাছে আমার কাম্য। আমার জন্য, আমার সন্তানদের জন্য দোয়া করবেন।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.