আমাদের কথা খুঁজে নিন

   

বোধের রেলপথে

আহসান জামান

বোধরেলে ঘুরে বেড়াই র্নিজন পথ-ঘাট-মাঠ। হাঁটুজল মাছের সর্তক চোখে দেখি; হারানো দিনের ছবিখাতা আর তলিয়ে তুলে আনি মৃণালের ঝাঁক। মনে এসে বাজপাখি, ছোঁ মারে শীতের রোদ্দুর, ভেলায় ভাসে দীর্ঘ-দুপুর স্নান, ম্লান সন্ধ্যায় বাড়ীফেরার পথে, ডেকে আনে আজ অসংখ্য কলতান; আমি তার স্পর্শে কাত হয়ে শুয়ে থাকি অহরহ। শেফালীসকাল এসে ডেকে তোলে আজ, কতশত কাজ আর তুলতুলে দু'জোড়া হাতপা; জীবন্ত দোদ্যুলতায়। যেখানেই স্পর্শ আজ, জেগে ওঠে স্মৃতিজাগা দু'দন্ড অবসর। আমার অবস্বাদ তুলে নেয় তুমুলস্বপ্নের বিস্তর জমিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।