আমাদের কথা খুঁজে নিন

   

বোধের শান্তিময় বিবর্তন

সাব্বির ভাইয়ের জন্য আরো দশ লাখ টাকা দরকার। মানবতার দিকে তাকিয়ে আছি।

(লেখাটি ২০০৪ সালে শাবি-র ছোটকাগজ "আঁচড়" এ প্রকাশিত। সম্পাদকের অনুমতি না নিয়েই পোস্ট করে দিলাম, কুমিরছানার মতো। ) কতটাই বা বলা হয়া ওঠে সাদাকালোর মিশেলে? সুদূর থেকে মায়ার রথে আসা ভালোবাসার সে সংগীত কতটাই বা উগরে দেয় হৃদয়ের বর্ণমালা? বলনে, ভংগিতে, প্রতিবাদে, সঙ্গমে জীবনের অর্থময়তা কতটাই বা কাব্যিক হয়ে ওঠে? সে কোন শ্রেষ্ঠ সংগীত যা জন্মান্তর ছাপিয়ে যায়? স্বর্গীয় লালিত্যে নিরাভরণ প্রকৃতির কোন রূপমাধুরীই বা পারে এমন করে জাগাতে? জ্ঞান আর ভাবালুতার যোজনপথে কোন প্রাজ্ঞজনই শোনাবে নতুন আবিষ্কারের সুসংবাদ? যা হয়ে ওঠা হয়না- সেই মানুষ- বক্ষে ধারণ করে আছে বিশ্বচরাচরের সর্বশ্রেষ্ঠ সংগীত, কাব্য, শিল্পিত সৃষ্টি।

জয়গান তাই সে মানুষেরই। হৃদয়ের মতো এমন পবিত্র জমিন, সুতীক্ষ্ণ ধারালো অত বলবান অস্ত্র বানায় কার সাধ্যি? শত সহস্র মহাদেশ নিমিষে মুঠোয় পুরে নেয়া যায় এ অস্ত্রের বদান্যতায়। লাল নিশান উড়িয়ে, দিগবিদিক কাঁপিয়ে ছুটে আসা জনরথ কোন লাল স্বপ্নের আলপনা আঁকছে রোজ? ধমণীজুড়ে বইছে বিশ্বমানবের সে একই বর্ণময় কথকতা। বিশ্বের সকল অর্থময় সৃষ্টির দাবিদার এই পরাক্রমশালী মানুষ, তার প্রবল শক্তিশালী হৃদয়। জাতিভেদ, বর্ণভেদ, শ্রেণীভেদ মানবতার কলংক, জঞ্জাল।

শোষক-শোষিত, বাম-ডান, ক্ষমতাসীন-ক্ষমতাহীন, প্রতিবাদী-দমনকারী, জীবন্মৃত-জীবনলিপ্সু- কেন সব অদ্ভুত দ্বৈতসত্তা একই সৃষ্টির? সব বৈপরীত্বের সংযোগসেতু হোক তাই ভালোবাসা। সোনা ফলিয়ে সার্থক হোক প্রতিটি মানবজমিন। মনুষ্যসৃষ্টির প্রতিটি আঁচড়ে বেজে উঠুক সেই একই অনির্বচনীয় সুর- মানুষের স্তুতিবাক্য। নষ্ট প্রেমের মাদকতাকে নিরর্থক করে মমতার প্রলয় নাড়িয়ে দিক নিথর জীবদের। স্পর্শে, অনুভবে, দৃষ্টিতে অসংখ্যবার ধ্বনিত হোক প্রত্যাশাহীন ভালোবাসার প্রার্থনাসংগীত।

বিজ্ঞান আর বাণিজ্যের মানবিক কৌশলে কোনঠাসা দারিদ্র্য পরাজয়ের বেদনা নিয়ে আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। জন্মলগ্নে একটি শিশুর অভিভাবকত্বের সুসংবাদ নিয়ে স্বাগত সংগীত গাইবে প্রতিটি জীবিত প্রাণ। মানুষের আঙ্গিনা হবে দেবশিশুদের ক্রীড়াঙ্গন। একাকীত্ব আর অসহায়ত্বের গ্লানি দূর হবে উষ্ণতম ভ্রাতৃত্বের চাদরে। প্রকৃতির বিক্ষুব্ধতা হার মানবে মানববন্ধনের অনতিক্রম্য বেষ্টনীর কাছে।

রাজনীতি হোক মানুষ বাঁচানোর নীতি। সমাজতন্ত্র, ধনতন্ত্র, রাজতন্ত্র- সব তান্ত্রিকতা থেকে মোহমুক্ত হয়ে উঠুক ঠুলিপরা মানবাত্মা। ধর্ম বলবে শুধুই মানুষের কথা, ক্ষমতার প্রতিটি অঙ্গন হোক ভালোবাসার দূতদের তীর্থস্থান। আগ্রাসন আর লোভের সর্বনাশা অনল নির্বাপিত হোক মানবপ্রেমের পুষ্পবৃষ্টিতে। প্রতিটি উপাসনালয়ে স্রষ্টার মাহাত্ম্য বর্ণনার ভাষা হোক সৃষ্টির উদারতা।

মানুষের অপমানের অন্য নাম দারিদ্র্য, নগ্নতা, আদিমতা। প্রেমের সলিলে নেয়ে ওঠা মনই তো শীর্ষ বিত্তবান। প্রতিযোগিতা হবে শুধুই সাহচর্যের, সান্নিধ্যের। যে সূর্য ছাই করে দেয় জনপদ সে মাথা নত করবে মানুষ হিসেবে মানুষের ঈর্ষণীয় অহংবোধের কাছে। প্রলয়ংকরী সমুদ্র স্নেহের প্রতিরূপে ভাসিয়ে নেবে সকল দুঃখবোধ।

ঘৃণা থাক অমানুষদের জন্য তোলা। শুধুই ভালোবাসা হোক পরম আরাধ্য। হৃদয়ের রসায়নে রচিত হোক স্বর্গীয় শিল্প, যা শুধু মানুষকেই শ্রেষ্ঠ ভাবতে শেখায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।