আমাদের কথা খুঁজে নিন

   

বোধের উন্মেষ প্রয়োজন..

ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..

দিন দিন মানুষের দুঃখ আর কষ্ট বাড়ানোর যেন দারুন প্রতিযোগিতায় নেমেছে একদল মানুষ নামের অমানুষ। তাদের মানুষ নামের সুন্দর পোশাকের আড়ালে মানবতাবোধের লেশমাত্র পাওয়া যাবে কিনা সন্দেহ। চরম স্বার্থপরতা আর মুনাফা লাভের তীব্র প্রতিযোগিতা চারিদিকে। আপামর জনতাকে তপ্ত সাগরের লোনা পানিতে ডুবিয়ে মেরে.. তারা নীল আকাশে হিংস্র উল্লাসে উড়ে বেড়ানোর স্বপ্ন দেখে। যেখানে মানুষ ক্ষুধার তীব্র কষ্টে নিজেদের ব্যর্থ ভাগ্যকে অভিশাপ দিতে থাকে, সেখানে তারা গরিবের পাঁজর ভাঙ্গার শব্দে বিকৃত আনন্দ অনুভব করে। গরিবের ঘাড়কে সিড়ি বানিয়ে অর্থের পাহাড়ে উঠার চমকপ্রদ পৈশাচিক খেলা খেলছে তারা... কিন্তু কিসের জন্য এ পৈশাচিকতা, কেন ? মানুষ বাঁচে কতদিন ভাই ? এ অল্প সময়ের দুনিয়ায় এসব করে কি লাভ বলুন ? মানুষ হয়ে জন্মেও যদি মানুষ হতে না পারলাম, তাহলে বেঁচে থাকাটা যে অর্থহীন। আসুন না সকল ভেদাবেদ ভুলে ভাইয়ের কাঁধে কাঁধ রেখে, হাতে হাত মিলিয়ে, মানবতার অপার সৌন্দর্যে পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়ে তুলি। আসুন সবাই নিজ নিজ মানবতাবোধের উন্মেষ ঘটাই। আসুন প্রকৃত মানুষ হই, মানুষ..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।