আমাদের কথা খুঁজে নিন

   

বোধের পাখি

আহসান জামান

১. অবচেতনায় ওড়ে এক বোধের পাখি - নদীকূলে দুরাস্হ পারাপার, ছিঁড়ে কেটে পিছনের হাহাকার; বোধ থেকে খসে পড়ে আর এক অন্তবোধের পাখি। সুনীল বাতাসে ভাসে আহত স্মৃতির কঙ্কাল; দুঃখের বিহ্গল বাজে অই - দিকে-দিকে, চারিদিকে। মৃত পাখির পালকে জড়িয়ে থাকে ঘুম, থাকে ক্লান্তি অবসাদ। ২. জীবনের ঢের বেশী ব্যবধানে যেনো এক বোধের পাখি দিয়েছে আড়ি; বহুদিন তাই আর পুড়ি না, মুছি না জীবনের পাপ। কেবল ক্ষয়ের পায়ে ঢেলে দেই স্বপ্নের নরম কারুকাজ; এ গলন বুঝি আমারই পাপ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।