আমাদের কথা খুঁজে নিন

   

আমরা কয়েকজন!

সত্য সর্বদাই রাজনৈতিক

আমরা কোনোদিন ছিলাম না শিশু কিন্তু শৈশবস্মৃতি দুরন্ত শিশুর মতো কলকলিয়ে আমাদেরর তাড়া করে ফেরে আমরা কোনোদিন পাই নি ব্যথা তবু ব্যথাতুর হৃদয়ের কান্না বেজে চলে প্রতিক্ষণ আমাদের বুকে। এরকম আমরা কয়েকজন; সন্ধ্যায় সূর্যাস্তকে সামনে রেখে দিগন্তে তৈরি করি কিছু স্বপ্নময় সিল্যুয়েট; দূরবর্তী কোন জীবনের সম্ভাবনা আমাদের উদ্দীপ্ত করে; যেমন আচ্ছন্ন করে রাখে অতীতের মোহন হাতছানি। যুগপৎ আকর্ষণে বিলুপ্ত হয় অতীত আর ভবিষ্যতের শাসন; সে এক নতুন জীবনের গল্প; কিন্তু সে জীবনে আমরা কোনোদিন যাব না। আমরা যেন থেকেও নেই; আমরা যেন কোনদিন জন্মাই নি; তবু বহু জন্ম জন্মান্তরের আনন্দ বেদনার স্বাক্ষী এই আমরা— পদ্মা, মেঘনা, যমুনা, মধুমতী, আড়িয়াল খাঁ শীতলক্ষ্যার ঠাণ্ডা জলে স্নান করে সূর্যকে দিয়েছি বহু প্রণাম; তবু সূর্যাস্তকে সামনে রেখে কিছু স্বপ্নময় সিল্যুয়েট ছাড়া আমরা যেন আর কিছুই নই। আমরা যেন কেউ ক্ষুধার্ত নই আমরা যেন কেউ কামার্ত নই আমাদের যেন কোন উচ্চাশা নেই আমারা যেন কেউ ভয়ার্ত নই; তবু ক্ষুধা আমাদের পীড়িত করে কাম আমাদের আহত করে আমাদের অথর্ব করে দেয়; উচ্চাশা আমাদের তাড়া করে ফেরে; যেভাবে অন্ধকারে বেড়াল তাড়ায় নোংরা ধূসর ইদুঁর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.