আমাদের কথা খুঁজে নিন

   

অবুঝ ছেলে, সুবোধ বাপ

সম্পাদনা করি আমিরাত-বাংলা মাসিক মুকুল। ভালবাসি মা, মাটি ও মানুষকে..

বাজার গিয়ে ছেলের বাপে বল্লো ম্যাডাম শুনেন আমার ছেলের যত্তো জামা সবকটা ভাই গুণেন ঈদের বাজার গরম দেখে হাসলো যে ওই মেয়ে বাবার উপর ক্ষেপলো ছেলে দেখছে চেয়ে চেয়ে। ইংলিশে যে বলছে কথা বাবা আর এই মেয়ে রাগছে ছেলে কিড়মিড়িয়ে দেখছে চেয়ে চেয়ে বুঝে না সে কোন সে কথা বলছে বাবা তাই বল্লো ছেলে বলব সবি আজকে বাড়ি যাই। আম্মুকে যে বলব আমি হাসছো মেয়ের সাথে ঘরে জায়গা পাবানা বাপ রাগলে যে মা তাতে ছেলের এমন কাণ্ড দেখে বল্ল বাবায় শুনো তোমার লাগি করছি সে সব মান নিয়োনা কোনো। ওই মেয়েটা দোকানেতে চাকরি করে তাই তাদের কথা হেসেহেসে ক্রেতা যে সব চাই আমি হলাম ক্রেতা যে তাই শুনে নিও বাপ তোর মাকে বলিসনারে চাই যে বেটা মাফ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।