আমাদের কথা খুঁজে নিন

   

কথোপোকথন ছড়ায় ছড়ায়....

দুঃখ সুখ, অহম খেলা খেলছে মানুষ, যখন তখন, বাঊন্ডুলে, ভাবনা গুলোয় বিভোর আমার, আপন ভুবন।
ঃ মনের মতো মন পাওয়া ভার রুমকি শোনো রুমকি, আমার জন্য প্রায়ই তোমার হচ্ছে হারাম ঘুম কি? ঃ আজে বাজে কি সব বলো আমরা ইয়ার মেট, শুনলে বাবা, তোমার জন্য বন্ধ বাড়ির গেট। ঃ আচ্ছা এবার ঝগড়া রাখো খবর কি তা বলো, মধুমিতায় চলছে ছবি চাইলে যেতে চলো। ঃ আবারো সেই একই কথা নেইকি তোমার জানা, ক্যাম্পাস ছাড়া অন্য কোথাও ঘোরাফেরাও মানা। ঃ আমার বুঝি বয়েই গেছে ঘুরতে তোমায় নিয়ে, কথার কথা বলেছি, যাও বাসায় ঘুমাও গিয়ে।

ঃ বাব্বা আবার রাগ করছে হায়রে সোনার চাঁদ! আমরা শুধু বন্ধু দুজন বাইরে ঘোরা বাদ। ঃ রাগ করিনি, আমার কি আর প্রেম করবার শখ? ফ্রেন্ডশীপটাই করবো শুধু বন্ধ ফাউল টক। ঃ আশা করি এখন থেকে ভুল হবেনা কারো, আচ্ছা কিছু রোমান্টিক বই পড়তে দিতে পারো? ঃ পাঠ্য বইয়ের খবর তো নেই রোমান্টিক বই চায়, ইঁচড়ে পাকা মেয়ের সঙ্গে চলাই বুঝি দায়। ঃ আমি কি আর তোমার মতো ভ্যাবলা নাকি শুনি, একা একা থাকি যখন সপ্নের জাল বুনি। ঃ কে শুনি সেই মনের মানুষ জানতে পারি তা-কি? আমিও তো কারোর জন্য আশায় আশায় থাকি।

ঃ আচ্ছা সেকি তোমার সঙ্গে একই কাসে পড়ে? খুঁটিনাটি বিষয় নিয়েও ঝগড়াঝাটি করে? ঃ হতেও পারে, ওসব কেনো বলবো তোমার কাছে, জানাজানি হলেই হবে কেলেংকারি পাছে। ঃ ঠিক আছে বাদ দাওনা ওসব অনেক কিছুই হলো, মধুমিতায় দেখবো ছবি এবার তবে চলো।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.