আমাদের কথা খুঁজে নিন

   

তৈরী করুন লিনাক্সের চেয়ে শক্তিশালি ভাইরাস মুক্ত উইন্ডোজ।

আমি হিমেল, আমার ব্লগে আপনাকেস্বাগতম।

লিনাক্স নিয়ে যারা লাফালাফি করেন তাদের লাফালাফি বন্ধের সময় এসেছে, এখন আমার মতো উইন্ডোজ ব্যবহারকারী যে কেউ তৈরী করতে পারবেন লিনাক্সের চেয়ে শক্তিশালি উইন্ডোজ। লিনাক্স ব্যবহারকরীদের একটাই কথা লিনাক্সে নাকি ভাইরাস লাগে না, একথা বলার সময় আপনার ও এসেছে। আর যখন আপনার উইন্ডোজে ভাইরাসই লাগেব না তাহেল তো লিনাক্স এর দিন শেষ। এখন আমরা দেখব কি ভাবে আমার আমাদের ভাইরাস মুক্ত উইন্ডোজ তৈরী করবো ।

প্রথেম বলে রাখি আমরা একসাথে দুইটা উইন্ডোজ তৈরী করবো। এর জন্য আমাদের যা যা দরকার হবে। আমাদের প্রয়োজন পড়েব কিছু হাডর্ওযার ও সফটওযার। তা আমরা আমাদের আশপাশে থেকে জোগাড় করতে পারবো। প্রয়োজনীয় জিনিষের তালিকা : ** টাকা (জিনিষ গেলা কেনার জন্য)।

উইন্ডোজ বলে কথা টাকা না হলে হবে না। ১। দুইটি ভালো প্লাষ্টিকের উইন্ডোজ (কাঠের হলে ঘুন নামক ভাইরাস ধরে যাবে। লোহার হলে মরিচা নামক ভাইরাস ধরবে) ২। স্ক্রু (জোড়া লাগানঃোর জন্য) ৩।

আঠা (যদি কাচ লাগতে হয়) ৪। মিস্ত্রী (যার মাথায় ভাইরাস মুক্ত যার মাথায় ভাইরাস মুক্ত সফটওয়ার ইন্সটল করা আছে) উপরের সব কিছু ঠিক থাকলে তৈরী করা হয়ে যাবে আপনার ভাইরাস মুক্ত উইন্ডোজ। দেখুন আমাদের তৈরী ভাইরাস মুক্ত উইন্ডোজ। বি. দ্র : কারো মিস্ত্রী প্রয়োজন হলে ইমেইল করুন : গন্ডোগোল @মাইকাকঠক.কম ভাইরাস মুক্ত উইন্ডোজ তৈরীর এই পদ্ধতি আমার জনা আছে আপনাদের যদি অন্য কোন পদ্ধতি জানা থাকে তবে জানাবেন। ধন্যবাদ সবাইকে।

পোষ্টটির মুল মন্ত্র এখানে। সাথে আজাইরা বিজ্ঞপন : হিমেলের ছোট্ট ঘরে বেড়াতে আসবেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.