আমাদের কথা খুঁজে নিন

   

উজ্জ্বল আনন্দময়

শিল্পী শাহাবুদ্দিন আহমদ, যাঁর ছবিতে আছে গতি। প্যারিসপ্রবাসী এই চিত্রশিল্পীর পছন্দ উজ্জ্বল রঙের পোশাক। উজ্জ্বল রং তাঁর মনকে আনন্দময় করে তোলে। ভালোবাসেন রাঁধতে, বাগান করতে। তাঁর ঢাকার বাড়িতে বসে জানা গেল শিল্পীর নিজস্ব স্টাইল

সাধারণত সবাই যা ব্যবহার করেন, তা তিনি করেন না।

এই যেমন হাতঘড়ির কথাই ধরা যাক। অনেকেই ব্যবহার করেন বলে তিনি করেন না। এটাই তাঁর বৈশিষ্ট্য। নিজেকে সব সময় অন্যের থেকে আলাদা রাখতে পছন্দ করেন। সেটা হোক তাঁর কাজের ক্ষেত্রে, হোক তাঁর স্টাইলে।

এই ভিন্নতা ও বিশেষত্বের কারণেই তিনি সবার থেকে একটু আলাদা। এমনটাই মনে করেন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমদ।

প্রায় ৩৯ বছর তিনি ফ্রান্সের রাজধানী প্যারিসে থাকেন। সুযোগ পেলে কিংবা বেড়ানোর কথা মনে হলেই সপরিবারে ঢাকায় চলে আসেন। কিন্তু যেখানেই থাকেন না কেন, দৈনন্দিন জীবনের শৃঙ্খলা ও নিয়মের হেরফের হয় না।

সকাল সাতটা-সাড়ে সাতটার মধ্যে ঘুম থেকে উঠে কফি হাতে শুরু হয় তাঁর দিন। এরপর পরিবারের সবার জন্য সকালের নাশতা তৈরি করেন। সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত ছবি আঁকেন। ঢাকায় এসেও এই নিয়ম চলে। এর কারণ জানতে চাইলে বলেন, ‘নিজেকে চর্চার মধ্যে রাখি, যাতে কোনো কিছু ভুলে না যাই।

আরও ভালো কিছু করতে পারি। ’।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।