আমাদের কথা খুঁজে নিন

   

উজ্জ্বল মুখ..

উন্মাদ খুলির পৃষ্ঠাগুলি

১. ছিন্ন মাংসের টুকরোতে গেঁথে থাকা সময়ে ব্যর্থ মুখের দিকে ছুটে আসছো তুমি, প্রভাতের অনুকম্পা থেকে সেই কবে ছিটকে পড়েছি, সে স্মৃতি এখনো সবুজ পেয়ারার গায়ে রোদ পড়লে মনে আসে, ঘুমহীন মুখোশের গন্ধে যখন ভরে ওঠে চারপাশ তখন কেবলি ধুলোর ভিতর ভেসে ওঠে মানুষের পদছাপ, উল্টো দিকের স্মৃতিকাতর আঁকাবাঁকা পথে ভিড় করে তীরবিদ্ধ খরগোসের ঝাঁক, রক্ত চুয়ে পড়া ছোপ ছোপ ছকের মধ্যে বেড়ে উঠতে থাকে শাদা রুমালে আঁকা মুগ্ধ প্রহর.. ২. পোস্টকার্ডে লুপ্ত নগর, আশাহীন বার্তা কক্ষে প্রহরীর পিঠে লিখে রাখা মৃত্যুসংবাদ দেখে যারা ফিরে যাচ্ছে যৌন উল্লাসে, তাদের হাড়ের মধ্যে ধীরে ধীরে জমা হচ্ছে দানবের হাসি , আয়নার কাচে ফুটে উঠছে তীক্ষ্ণ সড়ক, দু’পাশে গড়ে উঠছে ঘুমন্ত শহর.. ৩. বাজি হারা মানুষের উৎসবে যাবো, পরিচয়হীন আঙুলের টোকা থেকে বুঝে নেবো জলসা ঘরের ঠিকানা, যন্ত্রণার উজ্জ্বল থাবার ভিতর ঢুকে গিয়ে ফিরবো না আর, চোখজোড়া ঝুলিয়ে রাখবো ঝাড়বাতির সাথে, শুধু নাচ দেখবো, গভীর রাতে পুরনো ঘড়িগুলো তলানো দেখবো, বাজনদারদের বাহুতে জ্বলে উঠবে স্বর্নালোর দ্বীপ, দ্বীপান্তরে তোমার জন্য খুলে রাখছি পিঠ.. ৪. খোলা পিঠে অন্ধকার ফুঁড়ে একে একে জেগে উঠছে ঘড়ি, সবুজ পেয়ারার গায়ে ছিটকে পড়ছে রোদ, আর ছিন্ন মাংসের টুকরোতে ভেসে উঠছে তোমার উজ্জ্বল মুখ..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।