আমাদের কথা খুঁজে নিন

   

আমার স্কুল :::গবর্নমেন্ট ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় ঢাকা-১

তাশফী মাহমুদ

অনেক দিন যাবত ভাবছিলাম ব্লগে আমার স্কুল নিয়ে লিখবো। আজ সাহস এবং উৎসাহটা পেলাম ধ্রুবো ভাইয়ের কাছ থেকে , তাই তাকে অশেষ ধন্যবাদ। আমি পড়াশুনা শুরু করি গবর্নমেন্ট ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়,ঢাকা থেকে । ভূমিকা গবর্নমেন্ট ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় ঢাকার ধানমন্ডি এলাকায় ঢাকা শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় (Dhaka Teacher's Training College) এবং ঢাকা কলেজের মধ্যবর্তী এলাকায় অবস্থিত। গবর্নমেন্ট ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় ঢাকার ছাত্ররা নিজেদের ল্যাবরেটরিয়ান হিসেবে পরিচয় দিতে ভালোবাসে ।

বর্তমানে অবশ্য স্কুলের পাশপাশি কলেজের পাঠদান কার্যক্রম শুরু হয়েছে / গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের যাত্রা শুরু হয় ১৯৬১ সালের ৩ সেপ্টেম্বর। এর প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন জনাব খান মুহাম্মদ সালেক। স্কুলটি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের প্রশিক্ষণরত শিক্ষার্থীদের প্র্যকটিস টিচিং এর সুযোগ প্রদান করা। 'ল্যাবরেটরি স্কুল' নামকরণ সেই উদ্দেশ্যেরই প্রকাশবহ। ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের তৎকালীন অধ্যক্ষ জনাব মুহম্মদ ওসমান গণির ঐকান্তিক প্রচেষ্টায় স্কুলটি স্থাপিত হয়েছিল।

প্রতিষ্ঠার পর প্রধান শিক্ষকসহ ১৪ জন শিক্ষককে নিয়ে প্রথম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রদের ক্লাস শুরু হয়। আদর্শ ও মনোগ্রাম নুরুন আলা নুর' পবিত্র কুরানের এই অমর বাণীকে বিদ্যালয়ের আদর্শহিসেবে গ্রহন করা হয়েছে। এর বাংলা তরজমা 'আলো আরো আলো' স্কুলের মনোগ্রাম হিসেবে ব্যবহার হয়ে আসছে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্রকর মরহুম জয়নুল আবেদিন এই অসাধারণ মনোগ্রামটির পরিকল্পনা করে দিয়েছিলেন। পরে মনোগ্রামটি একটু বদলানো হয় ।

শ্রেনী ও শাখা ব্যাবস্থা স্কুলটি প্রতিষ্ঠার পরপর আর কার্যক্রম তৃতীয় শ্রেনী থেকে শুরু হত। পরবর্তীতে শিক্ষাবিদ মুহম্মদ ওসমান গণি ও প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক খান মুহম্মদ সালেকের যৌথ সিদ্ধান্তে প্রথম ও দ্বিতীয় শ্রেনী অন্তর্ভুক্ত করা হয়। প্রতিষ্ঠালগ্নে স্কুলটিতে শুধু একটি শাখাতে অর্থাৎ দিনে একটি বেলাতেই কার্যক্রম পরিচালিত হত। ১৯৯২ সালে স্কুলের সময়কে দিবা ও প্রভাতী বিভাগে ভাগ করার সিদ্ধান্ত হয়। প্রভাতী শাখার পাঠদান শুরু হয় সকাল ৭টা বেজে ২০ মিনিটে ও দিবা শাখার পাঠদান শুরু হয় দুপুর ১টায়।

প্রতিটি শাখা পাঁচ ঘন্টা যাবৎ অতিবাহিত হয় যেখানে চল্লিশ মিনিট ব্যাপ্তির মোট সাতটি ক্লাস নেয়া হয়ে থাকে এবং মাঝে বিশ মিনিটের একটি বিরতি দেয়া হয়। প্রতিটি শ্রেনী চারটি শাখা ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’-তে বিভক্ত। একেকটি শাখায় ছাত্রসংখ্যা মোটামুটি ভাবে ৬০ জনের মধ্যে রাখবার চেষ্টা করা হয়। শাখাগুলোর মাঝে ‘ক’ ও ‘খ’ প্রভাতী এবং ‘গ’ ও ‘ঘ’ দিবা শাখার অন্তর্ভুক্ত। নবম ও দশম শ্রেনীতে বাণিজ্য বিভাগের ছাত্রদের জন্য পৃথক শাখা সংযোজন করা হয়ে থাকে যারা প্রভাতী শাখার অন্তর্ভুক্ত।

পৃথক শাখা বাদে বাকি চারটি শাখাই বিজ্ঞান বিভাগের আওতাধীন। ইন্টারনেটে গবর্নমেন্ট ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় ঢাকা গবর্নমেন্ট ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়,ঢাকা এর অফিসিয়াল ওয়েবসাইট- http://glabdhaka.edu.bd/ গবর্নমেন্ট ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়্‌,ঢাকা এর প্রাপ্তন ছাত্রদের ওয়েবসাইট- http://www.laboratorians.net/ এছাড়া facebook এ রয়েছে বেশকিছু পাতা । Theme song বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন স্কুলের Theme song বানানো হইলো। আশা করি অন্য স্কুলও আমাদের দেখানো পথে চলবে... আলো আরো আলো Lyrics,Compose and Voice - Sumon (Aurthohin) যখন চারিপাশে দেখি শুধুই আঁধার যখন স্বপ্ন ভাঙ্গে তোমার-আমার যখন অমাবশ্যায় দেখি না জোছনা জখন খুঁজে ফিরি আধারের শেষটা তখন হঠাত করেই শৈশব তাকায় ফিরে তোমার সেই কথায় দাড়াই উঠে শিখিয়েছিলে যা আমাদের আলো আরো আলো... আজ আমরাই ছড়াবো আলো আরো আলো... সবই তোমারি জন্য আলো আরো আলো...আজ আমরাই ছড়াবো আলোয় আলোকিত চারিদিক সেতো তোমারি জন্য যখন মনে বাজে সুরেরই ঝংকার যখন চোখের দৃষ্টি ফিরে পায় আবার প্রাণ যখন গান গাই সংগ্রামের, ভাঙ্গি ভিত্তি অন্যায়ের যখন হাতে হাত ধরে, দাঁড়াই বিজয় মিছিলে তখন মনে পড়ে তোমার সেই আহ্ববান কৈশরে বলেছিলে গাইবো একদিন বিজয়ের গান আলো আরো আলো... আজ আমরাই ছড়াবো আলো আরো আলো... সেতো তোমারি জন্য আলো আরো আলো...আজ আমরাই ছড়াবো আলোয় আলোকিত চারিদিক... সবই তোমারি জন্য যখন চারিপাশে দেখি শুধুই আঁধার যখন স্বপ্ন ভাঙ্গে তোমার-আমার যখন অমাবশ্যায় দেখি না জোছনা জখন খুঁজে ফিরি আধারের শেষটা তখন হঠাত করেই শৈশব তাকায় ফিরে তোমার সেই কথায় দাড়াই উঠে শিখিয়েছিলে যা আমাদের আলো আরো আলো... আজ আমরাই ছড়াবো আলো আরো আলো... সবই তোমারি জন্য আলো আরো আলো...আজ আমরাই ছড়াবো আলোয় আলোকিত চারিদিক সেতো তোমারি জন্য যখন মনে বাজে সুরেরই ঝংকার যখন চোখের দৃষ্টি ফিরে পায় আবার প্রাণ যখন গান গাই সংগ্রামের, ভাঙ্গি ভিত্তি অন্যায়ের যখন হাতে হাত ধরে, দাঁড়াই বিজয় মিছিলে তখন মনে পড়ে তোমার সেই আহ্ববান কৈশরে বলেছিলে গাইবো একদিন বিজয়ের গান আলো আরো আলো... আজ আমরাই ছড়াবো আলো আরো আলো... সেতো তোমারি জন্য আলো আরো আলো...আজ আমরাই ছড়াবো আলোয় আলোকিত চারিদিক... সবই তোমারি জন্য এই গানটির খুবই চমৎকার মিউজিক ভিডিও রয়েছে ---- ডাউনলোড লিঙ্ক- mp3 http://www.divshare.com/download/10796466-cf6 video(HQ) Click This Link or http://www.youtube.com/watch?v=citr3DyTimIচ আজ এ পর্যন্ত পরে আরো লিখবার আশা রাখি, সিনিয়র ল্যাবরেটরিয়ান রা যদি কোন ভুল পেয়ে থাকেন তবে অবশ্যই জানাবেন এবং যেকোন তথ্য সংযোজনে তাদের সাহায্য আশা করছি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.