আমাদের কথা খুঁজে নিন

   

আমি সন্ত্রাসী বলছি ...

তুমি জেনেছিলে মানুষে মানুষে হাত ছুঁয়ে বলে বন্ধু; তুমি জেনেছিলে মানুষে মানুষে মুখোমুখি এসে দাঁড়ায়, হাসি বিনিময় করে চলে যায় উত্তরে দক্ষিণে; তুমি যেই এসে দাঁড়ালে - কেউ চিনলো না, কেউ দেখলো না; সবাই সবার অচেনা।

ছাত্ররাজনীতি বড়ই খারাপ জিনিস ... ইহা ছাত্রদেরকে সন্ত্রাসী হিসেবে গড়ে তোলে ... সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নৈরাজ্যপূর্ণ এক ছাত্র সংগঠন ... নাহলে কি তারা ছাত্রদের বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে সুশীল প্রশাসনের বিপক্ষে কথা বলে !!! ? ছাত্রদের দাবিতে রক্ত বিসর্জন দেয়?! পুলিশের লাঠিপেটার শিকার হয়ে বহিস্কৃত হয়?! তবে সেই সুশীল প্রশাসনের জন্য একটিই কথা --- একজন ছাত্র বহিস্কার করে ছাত্র আন্দোলন থামানো যাবে না, আমরা থামবো না ... কার মুখে যেন বলতে শুনলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট একটি সন্ত্রাসী সংগঠন .. ! ২৫ বছরের সংগ্রামী ইতিহাস যাদের পক্ষে কথা বলে, যাদের কিনা গ্রুপিং নেই, কোনো অন্যায় দাবি নেই, তারা আজ সন্ত্রাসী!!! অবাক হই না ... কারণ, বাংলাদেশ সব সম্ভবের দেশ ... চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র-ছাত্রীবৃন্দ আজ উপলব্ধি করে যে, শিক্ষা বাণিজ্যিকীকরণের ক্ষতি কি, তাই তারা রাস্তায় নামে। এমনকি কিছুদিন আগে প্রাইভেট ভার্সিটির ছাত্র আন্দোলন প্রমাণ করে মানুষ ঘুমিয়ে নেই ... কৃষক আর শ্রমিক আন্দোলন তো চলছেই ... চলবেও ... কারণ বুর্জোয়ার কেয়ামত ঘনিয়ে আসছে ... আমাদের দেশে ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র ফেডারেশন , ছাত্র শিবির সহ অসংখ্য ছাত্র সংগঠন বিদ্যমান ... এদের মধ্যে কারা ছাত্ররাজনীতি (ছাত্রদের যৌক্তিক দাবির স্বপক্ষে)) করে আর কারা ব্যক্তিস্বার্থের রাজনীতি করে (ভালো একটা চাকুরী বা ক্ষমতা), তা ছাত্ররা অন্তত জানে ... দোষ কোন ছাত্র সংগঠনের নয়, দোষ তাদের হর্তাকর্তা দলগুলোর ... আগে (১৯৫২,১৯৬৯,১৯৭১ সহ স্বর্ণালী গৌরবময় ইতিহাস) ছাত্ররাজনীতি ছিল যৌক্তিক দাবির পক্ষে, তাদের ভিত্তি ছিলো পড়াশোনা... হাতে কলম আর মুখে স্লোগান ... আর এখন??? বুর্জোয়া দলভিত্তিক ছাত্রসংগঠনের হাতে অস্ত্র আর মুখে তেলমারা স্লোগান !!! মাদক, অপসংস্কৃতি আর ক্ষমতার লোভ দেখিয়ে বুর্জোয়া দলগুলো তাদের ছাত্রসংগঠন-কে ভাড়াটে বাহিনী করেছে, স্তিমিত করেছে তাদের চেতনা ... আর জনতাকে মিডিয়ার সাহায্যে বোঝাচ্ছে ছাত্ররাজনীতি পচে গেছে ... ছাত্ররাজনীতি বন্ধ করুন !!! জোর গলায় বলবো, প্রগতিশীল বাম ছাত্রসমাজ জেগে আছে, গৌরবময় ইতিহাসের অনুশীলনে তারা সর্বদাই রত ... ছাত্রদের আন্দোলন চলছেই, চলবে ... জয় বাংলা, জয় সমাজতন্ত্র, জয় সর্বহারা .....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.