আমাদের কথা খুঁজে নিন

   

শ্রমিক দিবস

পাথরের উপর চোখের জল ফেলো না তোমার চোখের জলটাই নষ্ট হবে পাথর ভিজবে না !

বলিষ্ট হাতে দক্ষ নির্মাণ! এরাই শ্রমিক, এরাই জাতির প্রাণ। কাজের নেশায় ছুটে চলে জীবন মরণ না মেনে? কাজই শক্তি, কাজই ধর্ম এদের কাছে প্রমাণ মেলে...। ভোর হতেই সে ছুটে চলে! কাজের নেশায় বিভোর থাকে। এদেঁর হাতেই গড়ে ওঠে দালান-কোঠা শত এরাঁই পরে ঘৃণার পাত্র তাও জানি কত! তুচ্ছ ভাবে, অবজ্ঞা করে আমাদেরই সমাজ!! বিপদ পড়লে আমরাই আবার করি নমস্কার? রবি-নজরুল শত শত কবি গেয়েছেন এদেঁর জয় গান, তারপরও দেখি শ্রমবাজারে এদেঁর করা হয় অবমূল্যায়ন? ওদেঁর ঘামে বালু-পানি-সিমেন্ট মিশে হয় কংক্রিট! অবশেষে ওদেঁর সম্মানি দেওয়া হয় পঁচা নর্দমার-কীট কাঁধে কাঁধ হাতে হাতি মিলিয়ে স্লোগান দেয় কাজ চাই এদেঁর সম্মান দিও, মানুষ ভাবিও মে দিবসে বলে যাই...। উৎসর্গঃ পৃথিবীর সব শ্রমিক ভইদের প্রিন্স মে দিবস-২০১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.