আমাদের কথা খুঁজে নিন

   

গার্মেন্টস শ্রমিক হত্যার নিন্দা এবং শ্রমিক নেত্রী মোশরেফা মিশুর মুক্তির দাবি



গার্মেন্টস শ্রমিক হত্যার নিন্দা এবং শ্রমিক নেত্রী মোশরেফা মিশুর মুক্তির দাবি .................................................................................... তৈরি পোশাক কারখানায় মজুরির সমস্যাকে কেন্দ্র করে শ্রমিক বিক্ষোভের প্রেক্ষিতে গার্মেন্ট শ্রমিক নেত্রী মোশরেফা মিশু কে গ্রেফতারের নিন্দা ও তার মুক্তি দাবি করছে সংস্কৃতি মঞ্চ। বিভিন্ন সময়ে পুলিশ কর্তৃক শ্রমিক হত্যা এবং শ্রমিক নেতাদের বারবার গ্রেফতার ও হয়রানি চরম মানবাধিকার লংঘন এবং গণতন্ত্রবিরোধী কাজ বলে সংস্কৃতি মঞ্চ মনে করে। মঞ্চ মনে করে, বিজেএমইএ- সরকারের প্রশ্রয়েই গত জুলাই মাসে সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধির সমন্বয়ে গঠিত ত্রিপক্ষীয় চুক্তি লংঘনের সুযোগ পাচ্ছে মালিকরা। সরকারের চাপ না থাকার জন্যই বারেবারে তারা চুক্তিভঙ্গ করে শ্রমিকাঞ্চলকে অচলাবস্থার দিকে ঠেলে দিচ্ছে। নতুন মজুরী কাঠামো মানতে মালিকদের বাধ্য করার দায়িত্ব বিজিএমইএ এবং সরকারের।

সেটা না করে ষড়যন্ত্রের দোহাই দিয়ে মালিকপক্ষের শ্রমিক-মজুরি শোষণের পক্ষ নেওয়া এবং বিক্ষুদ্ধ শ্রমিকদের নামে মামলা, শ্রমিকনেতাদের হয়রানি ও গ্রেফতার সরকারের মালিকতোষণ নীতির পরিচায়ক। সংস্কৃতি মঞ্চ সরকারের এই শ্রমিক বিরোধী নীতির তীব্র নিন্দা জানাচ্ছে এবং অবিলম্বে শ্রমিক নেতা-কর্মীদের হয়রানি বন্ধ করা এবং শ্রমিকনেত্রী মোশরেফা মিশুর মুক্তি দাবি করছে। মঞ্চ অবিলম্বে নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরন দেয়া এবং তদন্তের মাধ্যমে নিহতের ঘটনায় দোষীদের শাস্তি দাবি করেন। সংস্কৃতি মঞ্চ-র পক্ষে এই দাবি জানিয়েছেন গণসঙ্গীতশিল্পী কামরুদ্দিন আবসার, নাট্যকার ও নির্দেশক কাজী শাহেদুল ইসলাম, কবি ও সঙ্গীতশিল্পী অরূপ রাহী, সঙ্গীতশিল্পী কৃষ্ণকলি ইসলাম, সঙ্গীতশিল্পী অমল আকাশ, প্রাবন্ধিক ফারুক ওয়াসিফ, চলচ্চিত্রকার জাঈদ আজিজ, চলচ্চিত্রকার ফারজানা ববি, শিক্ষক মিথিলা মাহফুজ, গবেষক কল্লোল মোস্তফা প্রমূখ। একইসঙ্গে দেশের গবেষক, সাংবাদিক সংস্কৃতি কর্মী ও বিশেষজ্ঞদের শ্রমিকস্বার্থ তথা শিল্প ও জাতীয় স্বার্থের বির"দ্ধে না যাওয়ার আহ্বান জানান তারা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.