আমাদের কথা খুঁজে নিন

   

বিলিভ ইট অর নট

আজ সারা পৃথিবীব্যাপী যুদ্ধ বিগ্রহ চলছে বিঘ্নিত হচ্ছে বিশ্বশান্তি। মানুষ প্রহর গুনছে অসহায় ভাবে। মুক্তির পথ খুজছে সবাই। আরশ হতে নেমে এসেছে মহা পবিত্র মানবতাবাদ মানুষের মনের কথা নিয়ে, তাই এ প্রয়াস। মানবতাবাদ মানুষের হাতে তুলে দিয়ে আমি আমার দায়িত্ব পালন করছি

প্রথম আলো পত্রিকায় প্রকাশিত "বিলিভ ইট অর নট " ফিচারটি আমার খুব প্রিয়।

পত্রিকা কিনেই আমি এই ফিচারটি পরি। মাঝে মাঝে পত্রিকা কেনার সুযোগ না হলে ফিচারটা পরা হয়না। তখন খুব খারাপ লাগে। পত্রিকার আর্কাইভ খুজে পাওয়াও অত্যান্ত কঠিন। ইদানিং ই-প্রথম আলো চালু হয়েছে।

সেখান থেকে অবশ্য দেখে নেওয়া যায়। কিন্তু এটাও খুব ঝামেলার কাজ। প্রথমে তারিখ তারপর পাতা ধরে খুজতে হবে। তাছারা ব্যান্ডউইথ সমস্যাতো আছেই। অনেকদিন ধরেই এমন একটি সাইট খুজছিলাম যেখানে শুধু "বিলিভ ইট অর নট" -এর একটি সংগ্রহ থাকবে।

কিন্তু অনেক খুজেও পাওয়া গেলনা সে রকম কিছু। এ সব বিবেচনায় আমি নিজেই শুরু করেছি এই সংগ্রহ। গত একমাসের সংগ্রহ এরই মধ্যে জমা হয়েছে রাহীনূর ডট কম -এ। ইচ্ছা করলে আপনিও নিয়মিত দেখতে পারেন এবং বুকমার্ক করে রাখতে পারে। আমি প্রতিদিন সকাল ০৯:০০ টায় আপলোড করি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.