আমাদের কথা খুঁজে নিন

   

ধীবর স্কুলের জন্য সামান্য উপহার



ব্লগার আজমান আন্দালিব মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন নিয়ে কাজ করেন। ব্লগে এ নিয়ে কিছু লিখেনও। (মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনে দ্বিতীয় বষপূর্তি উদযাপন। আরও কিছু ছবি। জাপানে বসবাসরত এক বাংলাদেশী পরিবার ছোটদের একটি জাপানী বই বাংলা ভাষায় অনুবাদ করে।

এদেশের শিশুদের মাঝে সেগুলো বিলি করার উদ্যোগ নেয়। আমি বরাদ্দ পাই ১০০টি বই। আমার শ্বশুরবাড়ীর গ্রামের ৩টি স্কুলের লাইব্রেরীতে দেব। এ আমার আগের ইচ্ছা। পরে জানাশোনা ব্লগার আজমান আন্দালিবের সাথে।

ফলে, তার স্কুলসহ ৪ স্কুলের লাইব্রেরীতে ২৫টি করে বই দিলাম। ধীবর স্কুলের জন্য বাড়তি একটি জাতীয় পতাকা। আজমান আন্দালিবের ল্যপটপ বহন করার জন্য একটি ব্যাগ। ব্লগার হিসেবে এটুকু করতে পেরে কিছু ভাল লেগেছে। মনে হয়েছে যদি আরো করতে পারতাম!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.