আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গ : আই ডি কার্ডের ব্যবহার ও প্রাতিষ্ঠানিক সাম্প্রদায়িকতা !!!!!!!!!!!!!!!!!!!!!!!

"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে", "এ্যান্টি ব্লগারদের ঘৃণা করুন", "দাঁতভাঙ্গা জবাব দেন", "অশ্লীল মন্তব্যকারীর বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলুন", "প্রয়োজনে তাদেরকে ব্লক করুন"

আইচ্ছা, কইনছেন দেহি, একটি প্রতিষ্ঠানে কেন আই ডি কার্ড ব্যবহার করা হয় ? এর উত্তর হবে, এটা উক্ত প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারীর পরিচিতি পত্র; যেটি দেখে লোকজন বুঝবে উনি উক্ত প্রতিষ্ঠানের .......পদের অধিকারী একজন স্টাফ। কিন্তু এটাকি শুধু উক্ত প্রতিষ্ঠানের অধঃস্তন কর্মচারীরা পড়বে নাকি উর্ধ্বতন অধঃস্তন নির্বিশেষে সকল কর্মকর্তা-কর্মচারী পড়বে ? যদি এমন হয় যে, উর্ধ্বতন কর্মকর্তারা নিজেরাই আই ডি কার্ড পড়ে না অথচ অধঃস্তন কর্মকর্তা-কর্মচারীরা না পড়লে তাদেরকে শান্তি দেওয়া হয়, তাহলে আই ডি কার্ড কি উঁচু আর নীচুর ব্যবধান বোঝানোর জন্য ব্যবহার করা হয় ? কোন প্রতিষ্ঠানের চেয়ারম্যান, এম ডি এবং ডি এম ডি যদি উক্ত কোম্পানীর মালিক/মালিকপক্ষও হন, তারপরও তারা শুধু উক্ত কোম্পানীর মালিক/মালিক পক্ষই নন, সর্বোচ্চ ক্ষমতাধারী স্টাফও বটে !!!!!!!!!!!! তাহলে অধঃস্তন কর্মকর্তা-কর্মচারীরা যদি আই ডি কার্ড পরিধান করে, তাহলে তারা কেন আই ডি কার্ড পরিধান করেনা। অথবা ব্যাপারটিকে এভাবেও বলা যায়, উর্ধ্বতন কর্মকর্তারা যদি আই ডি কার্ড পরিধান না করে, তাহলে অধঃস্তন কর্মকর্তা-কর্মচারীরা তা কেন পড়বে ? তাহলে এটিকে কি বলা যায়, প্রাতিষ্ঠানিক সাম্প্রদায়িকতা ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।