আমাদের কথা খুঁজে নিন

   

আমার জন্য একটু থাকো

পতাকায় ফালগুন মানচিত্রে বসন্ত

আমার জন্য একটু থাকো সারা সকাল দুপুর তো নয় সন্ধেবেলার ব্যস্ত ফেরায় একটুও নয়, একটু থাকো যখন খুশি একটু থাকো যেমন খুশি, চোখের দেখায়, হাত এগিয়ে হাত গুছিয়ে যেমন খুশি চলার পথে হাঁটার ফাঁকে দৌঁড় জমিয়ে না হোক ফেরা একটু কেবল পাতায় পাতায় ধুলোর সঙ্গে আদর মাখো, না হোক মাখা সবুজ ঘাসের ডগায় ডগায় শিশির ভাঙার কষ্টগুলো থাক না পড়ে কী এসে যায়? কী আর হবে? কার কী হবে? কোথায় হবে? কী-ই বা হবে? আমার জন্য একটু না হয় সময় দিলে, যখন খুশি, হোক না আষাঢ় থাক না শ্রাবণ, হোক না শীতের জীর্ণ রাতে, থাক না ঝড়ের ব্যস্তডানা নদী না হয় ভাসাক চিঠি, পাহাড় না হয় পাথর বুকে থাকলো অনড় কী হবে আর! কার কী হবে? আমার জন্য সময় কেনার হাট ভেঙেযায় অচল সিঁকি ঘুরতে থাকে পথ হারানো খুকির হাতে? লাটিম খোঁজা খোকার চোখে ঘুরে ঘুরে আবার জমে পানের বোটায় চুন লাগিয়ে বটের ছায়ায় পিকপিচুটি তখন না হয় একটু দেখো, চালচুলোতে বয়স পোড়ে! তখন না হয় একটু পোড়ো আমার জন্য একটু কাঁদো, কে কাঁদে না বলতে পারো? সকাল কাঁদে দুপুর কাঁদে বিকেলগুলো না কেঁদে কী সন্ধ্যা নামে, রাত্রি কী আর কান্না ছাড়া কলস ভাঙে? আমার জন্য একটু রাখো কান্না বুনে, গোলাপ না হোক কষ্ট কিছু উঠবে ফুড়ে আমার জন্য একটু থাকো, যাবার পথে না হোক দেখা ফেরার পথে না হও একা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.