আমাদের কথা খুঁজে নিন

   

পুরুষরা নীল তোয়ালে, নারীরা গোলাপীই


আমাদের রুচি ভিন্ন সঙ্গে আমাদের মানসিকতাও। ভিন্নতার মাঝেই মিশে আছে আমাদের নিজস্বতা। সবার সঙ্গে সবকিছু মানায় না। কিন্তু তারপরও আমাদের কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিস থাকে যেগুলে তে নিজস্বতা ফুটে ওঠে। আমাদের ব্যবহার করা তোয়ালে ঠিক তেমনই একটি।

সবরাই ব্যক্তিগত তোয়ালে থাকা উচিৎ। একজন কখনও যেনো আরেকজনেরটা ব্যবহার না করে। এতে সাস্থ্য যেমন ভালো থাকে তেমননি মনেও প্রভাব ফেলে। তোয়ালে সবসময় পরিস্কার রাখুন। স্বামী-স্ত্রীও কখনও এক তোয়ালে ব্যবহার করবেন না।

আরেকটি বিষয় তোয়ালে যেনো নরম হয় সেদিকে খেয়াল করুন। রোদে দিন। একটি তোয়ালে আপনাকে সারা দিনের ক্লান্তি মুছিয়ে দিতে পারে। তবে, তোয়ালে যে যেটাই ব্যবহার করেন না কেনো, ঠিকমতো মাপের তোয়ালে ব্যবহার করুন। কোন তোয়ালে ব্যবহার করবেন: ১. নীল রঙের( ছেলেদের জন্য) ২ .গোলাপী রঙের (মেয়েদের জন্য) সাদা তোয়ালে পারতপক্ষে ব্যবহার করবেন না।

এতে মনের মধ্যে অস্বাভাবিকতা দেখা দিতে পারে। যেনো লাল বা বেশি ঝাঁঝালো রঙের তোয়ালে ব্যবহার করবেন না। এতে মানসিকএকটা দ্বিধা দেখা দিতে পারে। রঙের দিক থেকে প্রকৃতির কাছাকাছি থাকার চেষ্টা করুন। তোয়ালে ব্যবহার করবেন কখন: গোসল করার পর, হাতমুখ ধোবার পর।

তবে খাবার পর হাত মুছতে যেনো একই তোয়ালে ব্যবহার করবেননা। মুখে কখনও তোয়ালে রেখে ঘুমোবেন না।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.