আমাদের কথা খুঁজে নিন

   

আমি চেলসি নামের নারী: ম্যানিং

‘আমি চেলসি ম্যানিং। আমি একজন নারী। ’ অকপটে এ কথা বলেছেন সদ্য আদালতের নির্দেশে ৩৫ বছরের কারাদণ্ডাদেশ পাওয়া মার্কিন সেনা ব্রাডলি ম্যানিং।
যুক্তরাষ্ট্রের গোপন কূটনৈতিক তথ্য ফাঁস করার দায়ে তাঁকে এই সাজা দেওয়া হয়েছে। হইচই ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকস এসব তথ্য প্রকাশ করে দুনিয়াজুড়ে আলোড়ন সৃষ্টি করে।

গতকাল বৃহস্পতিবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
এনবিসির টুডে অনুষ্ঠানে পাঠানো এক বিবৃতিতে ম্যানিং বলেন, শৈশব থেকে তিনি নিজেকে নারী ভেবে আসছেন। তিনি হরমোন পরিবর্তনের জন্য থেরাপি শুরু করতে চান। পরিচিত হতে চান চেলসি বলে।
চরবৃত্তিসহ একাধিক অভিযোগে এ সপ্তাহেই ম্যানিংয়ের ৩৫ বছরের সাজা হয়েছে।

তাঁর আইনজীবী ডেভিড কুমবস জানিয়েছেন, অন্তত সাত বছর কারাগারে থাকার পর ম্যানিং প্যারোলে মুক্তি পেতে পারেন। ম্যানিংকে ক্ষমা করতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।