আমাদের কথা খুঁজে নিন

   

কিছু প্রশ্ন কিছু শঙ্কা কিছু ভয় তবু ও জানতে ইচ্ছে হয় উত্তর



১। কবিতা ও কবির সঙ্গা কি ? ২। এখন সবাই (কাকও) কবি হতে চায় কেন ? ৩। কাব্য গ্রন্থ বেড় করে নিজের কবিত্ব জাহির করতে চায় কেন ? ৪। ট্যালেন্ট হান্ট শিল্পীদের গানের সিডি কেন পুশিং সেল দিতে হয় ? ৫। নব্যশিল্পীরা এখন গানের রেওয়াজ ছেড়ে বোতলে ঝড় তুলে কেন ? ৬। এসএমএস শিল্পীদের ভবিষ্যত কি ? ৭। গনমাধ্যমে এসএমএস এর মাধ্যমে গুনী শিল্পী নির্বাচিত করা কতটা গুণ সম্পন্ন ? ৮। হেন তেন আইডেল প্রতেযোগীতার পরিসম্পাপ্তি কবে হবে ? আমি গানের (গ) কবিতার (ক) শিল্পীর (শ) বুঝি না তবে এ টুকু বুঝি এগুলো একটি জাতির সাংস্কৃতিক পরিচয় বহন করে থাকে তাই মানদন্ড টা যেন সঠিক থাকে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.