আমাদের কথা খুঁজে নিন

   

গার্মেন্টস শ্রমিকদের মজুরি দ্বিগুন করা হচ্ছে



গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি দ্বিগুন করা হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন শ্রমমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। বৃহস্পতিবার শ্রম মন্ত্রণালয়ে মজুরি কাঠামো নিধারণ নিয়ে সরকার, মালিক ও শ্রমিকদের প্রতিনিধিদের এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন। ত্রিপক্ষীয় এ বৈঠকে মজুরি কাঠামো নিয়ে সকল পক্ষ সমঝোতায় পৌঁছেছে বলেও জানান শ্রমমন্ত্রী। বৈঠকে শ্রমমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, সচিব নূরুল হক, পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নেতারা উপস্থিত ছিলেন। এফবিসিসিআই’র সভাপতি একে আজাদ জানান, ন্যূনতম মজুরি নির্ণয়ে সকল পক্ষ সমঝোতার কাছাকাছি পৌঁছেছে।

তবে এ খাতের ব্যবসায়ীদের সমস্যার কথাও বৈঠকে তুলে ধরা হয়েছে বলে জানান তিনি। এফবিসিসিআই’র সভাপতি আশা প্রকাশ করে বলেন, সবার সম্মতিতে আগামী ২৮ জুলাইয়ের মধ্যে সকলের কাছে গ্রহণযোগ্য মজুরি নির্ধারণ করতে পারবো। বৈঠকে উপস্থিত মজুরি বোর্ডে বিজিএমইএ’র প্রতিনিধি, সরকার দলীয় সংসদ সদস্য টিপু মুন্সি বলেন, ২৮ জুলাইয়ের মধ্যেই সরকারের কাছে মজুরি বোর্ডের প্রস্তাব দিতে হবে। আশা করছি আগামী ২০ জুলাইয়ের মধ্যেই আমরা সমঝোতায় পৌঁছাতে পারবো। এ ব্যাপারে সরকার ও মালিক পক্ষের মত কাছাকাছি পৌঁছেছে।

বিকেএমইএ সভাপতি ফজলুল হক জানান, বৈঠকে আমরা মালিকদের সমস্যাগুলো তুলে ধরেছি। বলেছি, শ্রমিকদের মজুরি একবারে দ্বিগুণ কিংবা তারও বেশি হলে তা মালিকদের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। তবে এটাও ঠিক যে, শ্রমিকদের দিকটাও আমাদের দেখতে হবে। উল্লেখ্য, বর্তমানে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১ হাজার ৬৬২ টাকা ৫০ পয়সা। সরকার ন্যূনতম মজুরি নির্ধারনের জন্য গত ২৮ এপ্রিল ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে।

মজুরি বোর্ডের প্রধান করা হয় ইকতেদার আহমেদকে। বোর্ডের নিরপেক্ষ সদস্য হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ইকবাল আহমেদ, মালিকপক্ষের প্রতিনিধি কাজী সাইফুদ্দিন আহমেদ ও শফিউল ইসলাম মহীউদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি হাবিবুর রহমান সিরাজ (আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক) ও বেগম শামসুন্নাহার ভূঁইয়া (মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা)। শ্রমিকরা সমপ্রতি ন্যূনতম মজুরি ৫ হাজার টাকা করার দাবীতে বিভিন্ন স্থানে পোশাক কারখানাগুলোতে অরাজকতা সৃষ্টি করে। এ প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে চলতি মাসের ২৮ তারিখের মধ্যে নূন্যতম মজুরি চূড়ান্ত করে ঘোষণা দেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়। (শীর্ষ নিউজ ডটকম)



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.