আমাদের কথা খুঁজে নিন

   

গার্মেন্টস



ছোটবেলায় টুকটাক মিছিল করছিলাম...বাস ভাংম্গার অভিগ্গতাও কিন্চিত আছে ( বুঝতে শিখার পর আর করি নাই), সেই সুবাদে আমি জানি বেশ কিছু মানুষের এক সাথে হয়ে মিছিল করতে...ভাংচুর করতে নেতৃত্বের দরকার হয়। হঠা্ৎ করে হাজার হাজার মানুষ একসাথে ভাংচুর করতে পারে না। এর জন্য প্রস্তুতির প্রয়োজন হয়। এই হাজার হাজার মানুষের কয়েকজনকে ধরে জিগ্গেস করলেই জানা যায় কারা গার্মেন্টস শিল্প ধংস করছে। কোন স্বাক্ষী না থাকার পরেও সৌদি নাগরিকের আসামি ধরা পড়ে..মৃত্যুদন্ড হয়। আর হাজার হাজার স্বাক্ষী থাকার পরেও গার্মেন্টসের আসামি ধরা যাচ্ছে না। এর পিছনে বাংলাদেশী কোন রাজনৌতিক নেতা জড়িত আমি তা ভাবতে চাই না। ইন্ডিয়ার গার্মেন্টস ব্যবসায়ীদের আগাম শুভকামনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.